আমাদের চারপাশে মূল দিকগুলো হচ্ছে চারটি। উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম।
কিন্তু বেহেশতের দিক দশটি। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, অগ্নি, বায়ু, ঈশান, নৈঋত, উদ্ধ ও অধ।
তন্মধ্যে নৈঋত সবথেকে শক্তিশালী।
মানুষের জীবনের লক্ষ্য অর্থাৎ দিক যদি শক্তিশালী হয় তাহলে সেই লক্ষ্য অবশ্যই অর্জন হবে। বাংলাদেশ মেডিকেলের শিক্ষার্থীরা তাদের বিশেষ শর্টফিল্ম ‘নৈঋত’ এর মাধ্যমে সেটি ফুটিয়ে তুলেছে। মেডিকেল ছাত্রজীবনে উত্থান পতন খুবই স্বাভাবিক। তবে সকল সমস্যা মোকাবিলা করে, স্রোতের বিপরীতে চলে সেই ব্যক্তিই সফলতার শিখরে পৌঁছাতে পারে যার জীবনের লক্ষ্য শক্তিশালী।
নাটকটির ইউটিউব লিঙ্ক দেওয়া হলঃ
https://www.youtube.com/watch?v=N4T9zIgYlrE
তথ্য ও ছবি ঃ শেখ ইমরান