প্ল্যাটফর্ম নিউজ, ১৫ জুলাই ২০২১, রোজ বৃহস্পতিবার
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) তে ফরেনসিক মেডিসিন ও রোবটিক সার্জারি চালু হচ্ছে। এ বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে সংলিষ্টদের নির্দেশনা প্রদান করেছেন উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
বর্তমান বিশ্বে রোবটিক সার্জারি একটি বহুল আলোচিত টেকনোলজি। অনেক দেশ সফলতার সাথে তার ব্যবহার করছে। অবশেষে সেই তালিকায় বাংলাদেশের বিএসএমএমইউও যুক্ত হতে যাচ্ছে। গত ১৪ জুলাই ২০২১ তারিখে এ বিষয়ে দিক-নির্দেশনা দেন উপাচার্য ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। এসময়ে তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে করোনা হাসপাতাল স্থাপনের চলমান কার্যক্রমের খোঁজ-খবর নেন এবং ডি ব্লকের সামনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য নতুন অক্সিজেন প্লান্ট স্থাপনের কার্যক্রমের উদ্বোধন করেন। সভায় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, সার্জারি অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আসগর আলী মোড়ল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক মাসুদা বেগম প্রমুখ।