টাকা জমা দেওয়ার সময়ঃ ২৭ অক্টোবর থেকে ১৩ নভেম্বর
অনলাইন ফর্ম সাবমিশনের শেষ তারেখঃ ১৪ নভেম্বর।
পরীক্ষার তারিখঃ ২৮ শে নভেম্বর (শুক্তবার)
সময়: সকাল ৯.০০-১২.০০
স্থান বুয়েট : ক্যাম্পাস
Mon Oct 27 , 2014
লেখকঃ Selim Shahed ১ দক্ষিন আফ্রিকা জুড়ে ইবোলা ভাইরাসের এপিডেমিকস আর দুনিয়া জুড়ে চলছে ‘এপিডেমিকস অফ ফিয়ার’।এই বৈশ্বিক গ্রামের যুগে ভয়ের প্রাদুর্ভাব অমূ্লক নয়।অন্ধকার আফ্রিকা আর অন্ধকার নয়।গহীন জংগলের বুশ-মিট ভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে আমেরিকার পানশালা,লন্ডনের পাব,বিবিসি,আল-জাজিরার নিউজপ্রেজেন্টারের গোল টেবিল,গ্রাম বাংলার টি-স্টল।এমন কী ফুটবল খেলার মাঠও বাদ যায়নি।ফ্রান্সের এক সময়কার ডাক-সাইটে প্লেয়ার […]
টাকার পরিমাণ কত?
৪ হাজার টাকা।
kivabe krte hobe?full procedure ta bolben ki plz?exam fee how much?
procedure ta purota jante chai!
এ্যানাস্থেসিয়ার ডিপ্লোমা দিলে কি এম.ডি দিতে কোন অসুবিধা আছে?
একসাথে ডিপ্লোমা এবং এমএস পরীক্ষা দেয়া যাবে কি??
এক সাথে একটি পরীক্ষাই দেয়া যাবে যেহেতু পরীক্ষা একই সময়ে একই দিনে হবে, একটা কোর্সে থাকলে অন্য কোর্সে দেয়া যায় না অফিসিয়ালি । প্রসিডিউর টা হলো ব্যাংকে টাকা জমা দিয়ে মানি রিসিপ্ট এবং স্বাক্ষরের স্ক্যান কপি , ছবি সহ অনলাইনে ফর্ম ফিলাপ করে এডমিট কালেকট করা গতবারের অভিজ্ঞতা থেকে বলছি, এবারো তাই মনে হলো সার্কুলার দেখে । তারপরেও এই লিংক দেখবেন http://exam.bsmmu.edu.bd/bsmmu2015mdms/local/admission/admsn_home.php
২০১৫ সাল থেকে নাকি Non Residensy MD/MS থাকছে না? সেক্ষেত্রে বছরে কি একবারই পরীক্ষা হবে?
33rd bcs e niogprapto der moddhe jader posting remote areate Tara ki ei yr er November er MD(basic and clinical) xm dite parbe?