প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার, ৯ জুলাই, ২০২১
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এর নতুন উপ উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন সার্জারি অনুষদের ডিন ও সার্জিক্যাল অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। তিনি বর্তমান উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল আলমের স্থলাভিষিক্ত হবেন।
বুধবার (৭ই জুলাই) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং বিশ্বিবদ্যালয়ের চ্যান্সেলরের উপসচিব মোহাম্মদ আবদুল কাদের সাক্ষরিত এক প্রঙ্গাপনে এ তথ্য জানানো হয়। উক্ত আদেশ আগামী ২ আগস্ট থেকে কার্যকর হবে বলে প্রঙ্গাপনে উল্লেখ করা হয়।
উল্লেখিত প্রঙ্গাপনে বলা হয়,
‘মহামান্য রাস্ট্রপতি এবং চ্যান্সেলর এর অনুমোদনক্রমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন ১৯৯৮’ এর ১৫(১) ধারা অনুসারে অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ ডিন, সার্জারি অনুষদ এবং অধ্যাপক, সার্জিক্যাল অনকোলজি বিভাগ, বিএসএমএমইউ কে বর্ণিত শর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য পদে নিয়োগ করা হলো।’
বর্ণিত শর্তগুলো হল-
ক. প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিযুক্তির মেয়াদ তিন বছর হবে।
খ. প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি তার বর্তমান পদের সম পরিমাণ বেতন ভাতাদি প্রাপ্য হবেন।
গ. বিধি অনুযায়ী তিনি প্রো-ভাইস চ্যান্সেলর পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন।
ঘ. প্রো-ভাইস চ্যান্সেলর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন ১৯৯৮’ এর ১৫(২) ধারা অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন।
ঙ. রাস্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
উল্লেখ্য যে, অধ্যাপক ডা. ছয়েফ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ১৮ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।