প্ল্যাটফর্ম নিউজ, ১৯শে ডিসেম্বর, ২০২০, শনিবার
গত ১৬ই ডিসেম্বর ২০২০, বুধবার ৪৯তম মহান বিজয় দিবসে নরসিংদী সদর থানায় পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়ায় “হাসিখুশি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাটপাড়া” ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুযুল এর উদ্যোগে অনুষ্ঠিত হলো “বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি”। মূলত গ্রামীণ জনপদে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য তথ্য নিয়ে কাজ করা সংগঠন “হাসিখুশি স্বাস্থ্যসেবা কেন্দ্র” এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে এ কর্মসূচি রাখা হয়।
বিজয় দিবসে এই কর্মসূচির পরিকল্পনায় উচ্ছ্বসিত প্রশংসা করেন পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান। কোভিড-১৯ পরিস্থিতিতে সাধারণ জনগণের অনেকেরই যখন হতে হচ্ছে আর্থিক দুরবস্থার শিকার, তখন বিনামূল্যের এই চিকিৎসা সেবা তাঁদের জন্য যেন হয়ে এসেছে আশীর্বাদ।
বিনামূল্যের এই চিকিৎসা সেবা কার্যক্রমে ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ সানন্দে স্কুল প্রাঙ্গণে আয়োজনের অনুমতি দেন এবং যথাসম্ভব সহযোগিতা করেন। এছাড়াও, স্থানীয় সংগঠকদের সক্রিয় সহযোগিতায় খুব অল্প সময়ে প্রচারণা চালানো হয়। যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে এই চিকিৎসা সেবা কর্মসূচিতে প্রায় দুই শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্যসেবা পেয়েছেন বলে জানা গিয়েছে।
ডায়াবেটিস রোগীর রক্তের সুগার চেক করা, উপস্থিত সকলের রক্তচাপ পরিমাপের পাশাপাশি রোগী ও আগতদের মাঝে বিনামূল্যে শতাধিক মাস্কও বিতরণ করা হয় কর্মসূচিটিতে।
উল্লেখ্য, এক বছর পূর্বে মহান বিজয় দিবসে হাসিখুশি স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন হয়। এরপর থেকে নিয়মিত এর কার্যক্রম চলমান রয়েছে। মাঝে কিছুদিন লকডাউন পরিস্থিতিতে কার্যক্রম স্থবির হয়ে পড়লেও হাসিখুশি উদ্যোক্তাদের সহযোগিতায় পুনরায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত চিকিৎসকবৃন্দের মধ্যে ছিলেন-
ডা. মো. মুরাদ হোসেন মোল্লা
ডা. সায়মন তাওহীদ
ডা. সাইফুল্লাহ রেজা
ডা. সানজিদা আকতার
এছাড়াও দিনব্যাপী আয়োজনে হাসিখুশি কর্মকর্তাবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দের সরব উপস্থিতি ছিল কর্মসূচিটিতে।
হাসিখুশির পক্ষে এই কর্মসূচিতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণকে ইতিবাচক মনে করছেন কর্মসূচিতে উপস্থিত চিকিৎসক ডা. মো. মুরাদ হোসেন মোল্লা। তিনি ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে আরো বেশি অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি খুব শীঘ্রই এ ব্যাপারে আরো পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।