প্ল্যাটফর্ম নিউজ, ২৬শে এপ্রিল ২০২১, সোমবার
গত ২৩ মার্চ, ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজে বিডিএস (ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারী) ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করেছিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। গতকাল ২৫ এপ্রিল ভর্তির তারিখ ৩০ মার্চ থেকে পরিবর্তন করে ৬ জুন পুন:নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের ভর্তি নীতিমালা অনুযায়ী এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ১১-০৬-২০২১ খ্রি. শুক্রবার (সময় : সকাল ১০:০০টা হতে ১১:০০টা) একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রবিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আবেদন যোগ্যতাঃ
★বাংলাদেশী নাগরিক শিক্ষার্থী যারা ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় এবং ২০১৯ বা ২০২০ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানসহ উভয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাই ভর্তির আবেদন করার যােগ্য হবেন। ইংরেজী ২০১৭ সালের পূর্বে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা আবেদনের যােগ্য বলে বিবেচিত হবেন না।
★ সকল দেশী ও বিদেশী শিক্ষা কার্যক্রমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মােট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।
★সকল উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মােট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। তবে এককভাবে কোন পরীক্ষায় জিপিএ ৩.৫০-এর কম হলে আবেদনের যােগ্য হবেন না
★সকলের জন্য এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম জিপি ৩.৫০ থাকতে হবে।
অনলাইনে আবেদন পূরণ করার নির্দেশাবলীঃ
ডেন্টাল কলেজে ১ম বর্ষ বিডিএস কোর্সে ভর্তির আবেদন নির্দেশনা www.dghs.gov.bd হতে প্রদানকৃত নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে অনলাইন আবেদন পূরণ করতে হবে। পরীক্ষার ফিস হিসেবে শুধু প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে ১০০০/- (এক হাজার) টাকা জমা দিতে হবে।
বিডিএসে ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিস্তরিত তথ্য টেলিটকের ওয়েবসাইট:http://dghs.teletalk.com.bd স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.dghs.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd তে জানা যাবে।
ডেন্টাল কোর্সে ভর্তি পরীক্ষার নম্বর বন্টনঃ
১০০ (একশত) নম্বরের ১০০ (একশত)টি এমসিকিউ প্রশ্নের ১ (এক) ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর :
- জীববিজ্ঞানঃ ৩০;
- রসায়নবিদ্যাঃ ২৫;
- পদার্থবিদ্যাঃ ২০;
- ইংরেজীঃ ১৫; এবং
- সাধারণ জ্ঞান- বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধঃ ১০