প্ল্যাটফর্ম নিউজ, ২০ নভেম্বর ২০২০, শুক্রবার
দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ইতিমধ্যে “নো মাস্ক, নো সার্ভিস” কর্মসূচি ঘোষণা করেছে সরকার। সাধারণ মানুষকে মাস্ক পরায় উদ্ভুদ্ধ করতে ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা শহরে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ১৯ নভেম্বর রোজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানা ও করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন জায়গায় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক না পরে বাইরে আসা মানুষকে মাস্ক পরার গুরুত্ব ও করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সম্পর্কে সচেতন করা হয়েছে।
দেশে করোনা সংক্রমণের শুরু থেকেই স্বাস্থ্য সচেতনতা, ত্রাণ বিতরণ সহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।