প্ল্যাটফর্ম নিউজ, ২২ আগস্ট ২০২১, বরিবার
জাতীয় হৃদরোগ হাসপাতাল সাধারণত গরীব রোগীদের হাসপাতাল। সারা বাংলাদেশ থেকে রোগীরা এখানে আসেন চিকিৎসা সেবা নিতে। তবে অনেকেই টাকার অভাবে চিকিৎসা নিতে ব্যর্থ হয় এবং অসহায়ত্ব প্রকাশ করে।
গত ২৬ জুলাই ২০২১ জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের একটি সূত্রে জানা যায়, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে আগত গরীব ও অসহায় হৃদরোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য হার্টের ভালভ, স্টেন্ট ও পেসমেকার ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান প্রসঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক বরাবর একটি অনুলিপি দেয়া হয়।
এতে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে আগত গরীব ও অসহায় হৃদরোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য ১০০টি হার্টের ভালভ, ১৫০টি স্টেন্ট ও ১০০টি পেসমেকার ক্রয়ের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে এককালীন ৩ কোটি ২৯ লক্ষ টাকা মঞ্জুর করেছেন। এছাড়াও আর্থিক অনুদানের চেক সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয় অনুলিপিতে।