বিভিন্ন মেডিকেল কলেজে ২০১৪-২০১৫ সেশনের ভর্তি তথ্য (ঢাকা মেডিকেল কলেজ এবং পর্যায়ক্রমে সকল মেডিকেল কলেজ)

1 Admission info For DMC(session 2014-215).
Starts:30 oct.
Everyday 40 students according to merit.
Presence time:8.30 am.
Requirements: 1.Student copy of online application
2.Admit card of Admission Test images
3.Transcript of SSC
4.Transcript of HSC
5.Certificate of SSC
6.Certificate/Testimonial of HSC
7.Nationality certificate
8.Passport size color photo 6 copies(background must be white)
9.FF Certificate(if claimed)
10.Taka 10000/.
for further info please contact with the Principal’s Office

collected by Nazrul Islam for PLATFORM

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ১ম বর্ষ MBBS /BDS কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি (২০১৪-২০১৫),
১। On line application এর Student Copy (রঙিন)
২। On line download কৃত Admit card (রঙিন)
৩। SSC ও HSC বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপট এর মূল কপি।
৪। SSC বা সমমান পরীক্ষা পাশের মূল সনদপত্র এবং HSC বা সমমানের পরিক্ষা পাশের মূল সনদপত্র/টেষ্টিমোনিয়াল এর মূল কপি।
৫। নিজ জেলার বাসিন্দা হিসেবে সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান /ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান /ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিক এর মূল সনদপত্র।
৬। চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।
৭। পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চীফ এবং জেলা প্রশাসকের সনদ ও অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চীফ বা জেলা প্রশাসক প্রদত্ত সনদপত্র এবং অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রদান ও সংশ্লিষ্ট ডিপুটি কমিশনার প্রদত্ত মূল সনদপত্র।
৮। প্রার্থীর পিতা/মাতা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বপক্ষে ১৯৯৭-২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অধীনে তৎকালীন মাননীয় কর্তৃক প্রতিস্বাক্ষরিত সনদ বা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রাণালয়ের মাননীয় মন্ত্রী বা প্রতিমন্ত্রী ও সচিব স্বাক্ষরিত মূল সনদপত্র।
৯। “ও” লেভেলের এবং “এ” লেভেল/সমমানের মার্কসিট ডিজি অফিস জারীকৃত মূল সনদপত্র।
নির্ধারিত কমিটি কর্তৃক ভর্তি সংক্রান্ত কাগজ যাচাই করার পর স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত হিসেবে প্রমানিত হইলে এবং ভর্তির ফি বাবদ ক্যাশ টাঃ ১০,০০০/- (দশ হাজার টাকা) মাত্র জমা দেওয়া সাপেক্ষে ভর্তি করা হইবে।

সংগ্রহে শাহীন ইসলাম ।

শের এ বাংলা মেডিকেল কলেজ, বরিশাল

10736180_10203542970671908_1710903193_n

10745090_10203542970551905_1340731306_n

সংগ্রহে আব্দুর রহমান ও মানস ভট্টাচার্য ।

ময়মনসিংহ মেডিকেল কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদদের ভর্তি শুরু হবে ৫ নভেম্বর থেকে। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।ভর্তির সময় নিম্নোক্ত কাগজ পত্র সহ ছাত্রছাত্রীদের সকাল ৯ টা থেকে দুপুর ১২ টার মধ্যে নিজে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বলা হয়েছে। যা যা লাগবে :
১. ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
২.এস এস সি ও এইচ এস সি বা সমমানের পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর মূল কপি এবং ০২(দুই) সেট ফটোকপি।
৩.এস এস সি ও এইচ এস সি বা সমমান পরীক্ষার পাসের সনদপত্র/একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর মূল কপি এবং ০১(এক) সেট ফটোকপি।
৪.জেলা কোঠা দাবীর ক্ষেত্রে সিটি কর্পোরেশন/পৌরসভারর চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ পত্রের মূল কপি।
৫. চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।
৬.পার্বত্য জেলার উপজাতিয় প্রার্থির ক্ষেত্রে সার্কেল চীফ এবং জেলা প্রশাষকের সনদ ও অ উপজাতীয় প্রার্থির ক্ষেত্রে সার্কেল চীফ বা জেলা প্রসাশকের প্রদত্ত এবং অন্যান্য জেলার উউপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট ডিপুটি কমিশনার প্রদত্ত মূল সনদ পত্র।
৮.প্রার্থির পিতা মাতা মহান মুক্তিযুদ্ধ তে অংশগ্রহন স্বপক্ষে ১৯৯৭-২০০১ সাল পর্যন্ত বাংলাদের মুক্তিযুদ্ধা সংসদের অধীনে তৎকালিন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত সনদ বা মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী ও সচিব সাক্ষরিত মূল সনদপত্র।
উল্ল্যেখ্য যে অত্র প্রতিষ্ঠানের নির্ধারিত কমিটি কর্তৃক ভর্তি সংক্রান্ত কাগজপত্র যাচাই বাছাই পর স্বাস্থ্য পরীক্ষায় কমিটি কর্তৃক উপযুক্ত বলিয়া প্রমানিত হইলে ভর্তি ফি বাবদ ১০০০০/- টাকা ব্যাংকে জমা দেওয়া সাপেক্ষে ভর্তি করা হবে।

নিম্নোক্ত ডেট এবং মেধাক্রম অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চলবে।
৫/১১/১৪- মেধাক্রম এম বি বি এস ২০৭-৫৯৮,বিডিএস ২২৯৬-৩৫৩৩
০৬/১১/১৪- এম বি বি এস ৫৯৯-৬৩৫, বিডিএস ৩৫৩৪-৩৫৪৯
৯/১১/১৪-এমবিবিএস ৬৩৬-৬৭৭,বিডিএস ৩৫৫১-৩৫৬৬
১০/১১/১৪-এমবিবিএস ৬৭৯-৭১৫,বিডিএস ৩৫৬৯-৩৫৭৯
১১/১১/১৪-এমবিবিএস ৭১৬-৭৫১,বিডিএস ৩৫৮০-৩৫৯৩
১২/১১/১৪-এমবিবিএস ৭৫২-৭৯৪,বিডিএস ৩৫৯৬-৩৬০৬
১৩/১১/১৪-৭৯৫-১০৪২,বিডিএস ৩৬০৮-১৭৯৬৫

সংগ্রহে রুবাইয়া হক রুবা ।

সাতক্ষীরা মেডিকেল কলেজ

ভর্তির সময় তোমাদের যা লাগবে:
১।এইচএসসি ও এসএসসি একাডেমিক
ট্রান্সক্রিপ্ট
২।দুটোর মূল সার্টিফিকেট
৩।স্টুডেন্ট কপি
৪।ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
৫।এইচএসসি প্রবেশপত্র
৬।নাগরিক সনদপত্র
৭।জেলা কোটা থাকলে চেয়ারম্যান বা কমিশনার
সার্টিফিকেট
৮।অন্য কোটা থাকলে তার সনদপত্র
৯।চার কপি পাসপোর্ট সাইজ ফটো (স্টুডেন্ট
কপির অনুরূপ)
১০। এইচএসসি ও এসএসসি টেস্টিমোনিয়াল

সংগ্রহে মীর শওকত নেওয়াজ নিরব

নোটিশঃ 1554590_10203254736152818_2493258790354763296_n

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জের ভর্তি তথ্যঃ

ভর্তি হওয়ার তারিখ এবং সময়ঃ
৩০ অক্টোবর,২০১৪ ইং থেকে ১৫ নভেম্বর,২০১৪ ইং পর্যন্ত।
সময়ঃ সকাল ০৯:০০ ঘটিকা থেকে দুপুর ০২:৩০ ঘটিকা পর্যন্ত।
( নির্দিষ্ট সময়ে ভর্তি না হলে ভর্তি বাতিল বলে গণ্য করা হবে )

প্রয়োজনীয় কাগজপত্রঃ

পাসপোর্ট সাইজ সত্যায়িত করা ০৬ কপি রঙ্গিন ছবি।
এসএসসি এর টেস্টিমোনিয়াল, টান্সকিপ্ট, এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এবং বোর্ড সার্টিফিকেটের মূল কপি।
এইচএসসি এর টেস্টিমোনিয়াল, টান্সকিপ্ট, এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড এর মূল কপি। ( যারা দ্বিতীয়বার ভর্তিপরীক্ষা দিয়ে সূযোগ পেয়েছে তাদের ক্ষেত্রে এইচএসসি এর বোর্ড সার্টিফিকেট আনতে হবে, যারা প্রথমবার ভর্তি পরীক্ষা দিয়ে সূযোগ পেয়েছে তাদেরকে পরে জমা দিতে হবে)
এমবিবিএস ভর্তি পরীক্ষার মূল এডমিট কার্ড (রঙ্গিন) এবং ভর্তি পরীক্ষার আবেদন এর কপি।
নাগরিক সনদ পত্র এর মূল কপি।
জেলা কোটা/মুক্তিযোদ্ধা কোটা/উপজাতীয় কোটা ভুক্ত হলে প্রয়োজনীয় কাগজপত্রে মূলকপি, সার্টিফিকেট এর মূলকপি সাথে আনতে হবে।
ভর্তি ফী এবং অন্যান্য ফীঃ ১৬,০০০/-
শিক্ষার্থী এবং অবিভাবক সাথে আসতে হবে।

প্রয়োজনীয় যোগাযোগঃ
আকরাম সাহেবঃ ০১৯১৪ ৯৬৪০২৩

ভর্তির জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ এর অস্থায়ী ক্যাম্পাস (কিশোরগঞ্জ সদর হাসপাতাল) এর তৃতীয় তলায় যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।

কুমিল্লা মেডিকেল কলেজঃ
মেধাস্থান ১০৬০-১৫৪২ : ০৩/১১/১৪
মেধাস্থান ১৫৮৪-১৭৭৩ : ০৫/১১/১৪
মেধাস্থান ১৮২১-১৮৩৭ : ০৬/১১/১৪
মেধাস্থান ১৮৩৮-১৮৫৪ : ০৮/১১/১৪
মেধাস্থান ১৮৫৮-১৮৭৮ : ০৯/১১/১৪
মেধাস্থান ১৮৭৯-১৮৯৭ : ১০/১১/১৪
মেধাস্থান ১৮৯৮-১৯১৫ : ১১/১১/১৪
মেধাস্থান ১৯১৭-২৭৩৬ : ১২/১১/১৪
কাগজপত্র :
1. SSC & HSC মার্কশীট, টেস্টিমোনিয়াল,
সার্টিফিকেট, HSC রেজি ও এডমিট।
(সবগুলোর মূলকপি ও ফটোকপি)
2. Admission test এর Student Copy ও Admit Card.
3. ছবি ৫ কপি (মেডিকেল Admit এর ছবি টা)
4. কোটায় চান্স পেলে কোটার
স্বপক্ষে কাগজপত্র
5. টাকা নোটিশে লেখে নাই। ১২-১৩ হাজার
হবে।
6. হোস্টেলের সীটের জন্য বাবা ও মার এক কপি পার্সপোট ছবি

সংগ্রহে শাহীন ইসলাম

 

রাজশাহী মেডিকেল কলেজ

10155059_885886884756636_2915501607712629353_n
ুষ্টিয়া মেডিকেল কলেজঃ আগামী ০৫-১১-২০১৪ ইং হইতে ১৪-১১-২০১৪ ইং তারিখ সকাল ৮.০০ ঘটিকা হইতে ২.০০ ঘটিকা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ৪র্থ ব্যাচের এম বি বি এস কোর্সে ভর্তি অনুষ্ঠিত হবে।ভর্তি নির্বাচনী পরীক্ষায় উর্ত্তীণ ও কুস্টিয়া মেডিকেল কলেজ কুস্টিয়াতে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের নিন্ম ঠিকানায় যোগাযোগ করার জন্য বলা হইলো।ভর্তির সময় নিন্ম লিখিত কাগজ পএ ভর্তি কমিটির নিকট জমা দিতে হইবে।

সনদ পত্রসমূহঃ 

১.
ক .এম বি বি এস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (রঙ্গিন ছবি সহ)
খ.এইস এস সি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র।
গ .online application এর download কৃত student copy(রঙ্গিন ছবি সহ)

২.এস এস সি /সমমান পাশের মূল মার্কশিট /একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
৩.এইস এস সি /সমমান পাশের মূল মার্কশিট /একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
৪.এইস এস সি/সমমান পাশের মূল সাময়িক সার্টিফিকেট /টেস্টিমনিয়াল। 
৫.এইস এস সি /সমমান পাশের মূল সাময়িক সার্টিফিকেট /টেস্টিমনিয়াল।
৬.ও লেভেল এবং এ লেভেল/ সমমানের মার্কশিট ডিজি অফিস কর্তৃক জারীকৃত মূল সনদ পত্র।(প্রযজ্য ক্ষেত্রে)
৭.জেলা কোটার দাবির ক্ষেত্রে স্থায়ী সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান /ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিক সনদ পত্র।
৮.পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চীপ এবং জেলা প্রশাসকের সনদ ও অ-উপজাতীয় প্রার্থী দের ক্ষেত্রে সর্কেল চীপ বা জেলা প্রশাসক প্রদত্ত সনদ পত্র এবং অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার প্রদত্ত সনদপত্র।
৯.৪ কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি।
১০.সরকার কর্তৃক সিকৃত ১৯৯৭-২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অধিনে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিসাক্ষরিত সনদ বা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী /প্রতিমন্ত্রী ও সচিব সাক্ষরিত মূলসনদপত্র্। মুক্তিযোদ্ধাদের পুত্র -কন্যা এবং পুত্র কন্যাদের ক্ষেত্রে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের সারক নম্বর ০৫, ১৭০, ০২২, ০৭, ০১, ০১৪, ২০১১-১৮১ তারিখঃ ০৯ মে ২০১১ খৃস্টাব্দের জারিকৃত বিধি অনুসরণ করতে হবে।
১১.ব্লাড গ্রুপ এর ডকুমেন্ট।
১২.খাম (১৫”×১২”)
১৩.ভর্তি ফি ১৬,০০০/= ষোল হাজার টাকা

কক্সবাজার মেডিকেল কলেজঃ
Admission starts from:1/11/14
Admission fee:15200 taka.
Needed documents:
1.academic transcript of ssc,hsc.
2.testimonial.
3.certifcate(ssc,hsc).
4.admit card of admission test.
5.student copy of admission form.
6.nationality certificate.
7.4 copy colour photo(attested).
8.hsc registration card and admit card main copy.
9.ssc main certificate must needed.
10.certificate of quota(if applied)
11.last date of admission(15/11/14)

ডক্টরস ডেস্ক

One thought on “বিভিন্ন মেডিকেল কলেজে ২০১৪-২০১৫ সেশনের ভর্তি তথ্য (ঢাকা মেডিকেল কলেজ এবং পর্যায়ক্রমে সকল মেডিকেল কলেজ)

  1. রাংগামাটি মেডিকেল কলেজের ভরতি বিজ্ঞপ্তি টা দিবেন প্লিজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

আবারো নিজ কর্মস্থলে লাঞ্চিত হলেন চিকিৎসা সেবকেরা

Thu Oct 30 , 2014
লেখক: এস এম মাহফুজ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ঘটনার বিস্তারিতঃ গতকাল ২৯অক্টোবর ২০১৪, চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জে আইন শৃংখলারক্ষা বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী আর হরতাল সমর্থকদের সংঘর্ষকালে কিছু হরতাল সমর্থক ও একজন সীমান্তরক্ষী সদস্য আহত হয়।গুরুতর আহতদের বিস্তারিত জরুরি বিভাগে লিপিবদ্ধ করে মেডিকেল কলেজে রেফার করা হয়। অপরদিকে সীমান্তরক্ষী বাহিনীর আহত সদস্যের জন্যে বাসায় […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo