নামের সামনে ডা. বসিয়ে এবং নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে নজিরবিহীনভাবে চিকিৎসা দিচ্ছে বাংলাদেশী ফিজিওথেরাপিস্টরা। স্বাস্থ্যমন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে এলোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানী এবং আযুর্বেদ চিকিৎসা পরিচালিত হয়। প্রত্যেক চিকিৎসা পদ্ধতি পরিচালনার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি দ্বারা অর্ডিনান্সকৃত আইন রয়েছে। এরমধ্যে বাংলাদেশ হোমিওপ্যথিক প্রাকটিশনার অর্ডিন্যান্স ১৯৮৩ দ্বারা হোমিওপ্যাথ, বাংলাদেশ ইউনানী এন্ড আয়ুর্বেদীক প্রাকটিশনার অর্ডিন্যান্স ১৯৮৩ দ্বারা ইউনানী এবং আযুর্বেদ এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ দ্বারা এলোপ্যাথি চিকিৎসা পরিচালিত হয়। নামের আগে ডা. পদবী এবং নিজেকে “মেডিকেল ডাক্তার” হিসাবে কে কে পরিচয় দিতে পারবে সরকার কর্তৃক নির্দিষ্ট আইন দ্বারা তা উল্লেখিত রয়েছে। স্বাস্থ্যমন্ত্রণালয়ের জারিকৃত আইন অনুসারে কেবলমাত্র MBBS এবং BDS পাশকৃত চিকিৎসকগণ নামের আগে ডা. পদবী এবং পরে ডিগ্রী লেখার অনুমতি বহণ করেন। হোমিওপ্যাথ চিকিৎসকগণ “হোমিওপ্যাথ” পদবী ব্যবহার করবেন, ইউনানী চিকিৎসকগণ “তাবিব” বা “হাকিম” পদবী ব্যবহার করবেন এবং আয়ুর্বেদ চিকিৎসকগণ “বৈদ্য” বা “কবিরাজ” পদবী ব্যবহার করবেন। [সূত্র: হোমিও অর্ডিন্যান্স, ইউনানী এন্ড আয়ুর্বেদ অর্ডিন্যান্স ১৯৮৩]. ফিজিওথেরাপিস্টদের জন্য আলাদা কোন অর্ডিন্যান্স নেই এবং পদবী সংক্রান্ত কোন নির্দেশনা নেই। ফিজিওথেরাপীস্টদের অান্তর্জাতিক সংগঠন World Confederation for Physical Therapy এর ওয়েবসাইট থেকে জানা যায় বিশ্বজুড়ে এ পেশাজীবীদের “ফিজিক্যাল থেরাপিস্ট” বা “ফিজিওথেরাপিস্ট” নামে ডাকা হয়। পৃথিবীর কোন দেশেই ফিজিওথেরাপিস্টটা নামের আগে ডা. পদবী ব্যবহার করেন না। “পাশ্ববর্তীদেশ ভারতেও ফিজিওথেরাপিস্টরা ডা. পদবী ব্যবহার করে” – বাংলাদেশী ফিজিওথেরাপিস্টদের এমন দাবীর বিপরীতে কোন সত্যতা পাওয়া যায়নি। World Confederation for Physical Therapy এর নিবন্ধন অনুসারে ভারতীয় ফিজিওথেরাপিস্টরা “ফিজিওথেরাপিস্ট” পদবী নিয়েই সদস্যপদের জন্য আবেদন করেন। [সূত্রঃ WCPT ডাউনলোড লিংক] সরকারী কোন নির্দেশনা এবং অনুমতি না থাকলেও পৃথিবীর একমাত্র দেশ হিসাবে বাংলাদেশী ফিজিওথেরাপিস্টরা নামের আগে ডা. এবং পরে PT যোগ করে WCPT এর সদস্য হবার আবেদন জমা দেয়। সরকারী কোন প্রজ্ঞাপন ছাড়া আন্তর্জাতিক মহলে ডা. পদবীর এমন অবৈধ ব্যবহারে বিষ্মিত দেশের চিকিৎসকগণ।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন) ডা. আবদুর রশিদ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিষয়ের অধ্যাপক। তাঁর বক্তব্য অনুসারে, “মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইন অনুযায়ী, এমবিবিএস ও বিডিএস কোর্স সম্পন্ন করা ছাড়া অন্য কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবেন না। কিন্তু ফিজিওথেরাপিস্টরা নামের আগে ডাক্তার লেখেন। তারা ডাক্তারদের সমমর্যাদা চান। এটা হতে পারে না।” [সূত্র: সমকাল]
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মঈনুজ্জামান বলেন, “ফিজিওথেরাপি চিকিৎসার সঙ্গে যুক্তরা কেউ এমবিসিএস কোর্সে পড়াশোনা করেননি। তারা ফিজিওথেরাপি কোর্সে পড়াশোনা করেছেন। এই কোর্স থেকে পাস করে বেরিয়ে নিজেকে ডাক্তার দাবি করা অনৈতিক।” [সূত্র: সমকাল]
বিএমডিসি সূত্রে জানা যায়, পৃথিবীর অনেক দেশে Doctor শব্দটি Noun বা কমনটার্ম হিসাবে ব্যবহৃত হয় এবং চিকিৎসা দেয় (হোমিও, আয়ুর্বেদ, কবিরাজ) এমন সবাইকেই Doctor বলা হয়। পাশ্ববর্তী দেশ ভারতে এই নীতি অনুসারণ করা হয়। তবে বাংলাদেশের বিষয় ভিন্ন। বাংলাদেশে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে নির্দিষ্ট বিধান রয়েছে কে কে “Dr.” টাইটেল ব্যবহার করতে পারবেন যা একটি পেশাগত পদবী কোন কমনটার্ম নয় যে যার খুশি সে ব্যবহার করতে পারবে।
বিএমডিসির সূত্রানুসারে, প্রত্যেক দেশের আইন আলাদা। অন্য দেশের মেডিকেল কাউন্সিল কাকে কে কি উপাধী দেয় তা এদেশের জন্য প্রযোজ্য নয়। এদেশের সরকারী আইনে যা আছে সেটাই এদেশের প্রাকটিশনারদের জন্য প্রযোজ্য। এমনকি বিদেশ থেকে অর্জিত ডিগ্রীও এদেশে পেশাগত কাজে ব্যবহার করতে চাইলে বিএমডিসির অনুমোদন ছাড়া অবৈধ, সেটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত ডিগ্রী হলেও।
জানা যায়, ১৯৬০ সালে অধ্যাপক আবুল হোসেনের হাত ধরে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বতন্ত্র পেশা হিসেবে ফিজিওথেরাপি চিকিৎসা পেশা আত্মপ্রকাশ করে। ওই বছরই রাজধানীর সেগুনবাগিচায় প্রথম প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনের জন্য ফিজিওথেরাপি চিকিৎসা কার্যক্রম শুরু হয়। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে অর্থোপেডিকস বিশেষজ্ঞ ডা. আর জে গারস্ট যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে ফিজিওথেরাপি বিভাগ ও স্নাতকোত্তর অর্থোপেডিকস কোর্সের সঙ্গে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক কোর্স চালু করেন। বর্তমানে সরকারি ও বেসরকারিভাবে দেশের সাতটি প্রতিষ্ঠানে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক কোর্স চালু আছে। এসব প্রতিষ্ঠানে দুই হাজার শিক্ষার্থী ও প্রায় তিন হাজার পেশাদার স্নাতক ফিজিওথেরাপিস্ট রয়েছেন।
ইন্ডিয়াতে নাকি ব্যবহার হয়!
নিউজে দেয়াই আছে, ভারতে ব্যবহার করে এর বিপরীতে কোন সত্যতা পাওয়া যায়নি।
ভুয়া নিউজ তাহলে এটা ক?https://physiotherapyanobleprofession.blogspot.in/2016/11/physical-therapists-physiotherapists.html?m=1
এখন আর আগের যুগ নাই। net এ search দিলেই এখন সব পাওয়া যায়।. এটা সের্ফ মানুষকে বোকা বানানোর চেষ্টা ..india, pakistan এ ব্যাবহিত হচ্ছে….আর এটা WCPT এর backdated file…
শখ দেখে বাচিনা। ভারত, পাকিস্থানের উদাহরণ টেনে বলে বাংলাদেশে দিতে হবে। বাংলাদেশের আইন নাই? বাংলাদেশকে কি ভারতের অঙ্গরাজ্য মনে হয় নাকি দেশ এখনো পূর্ব পাকিস্থান? এগুলারে লাথি দিয়ে ভারত-পাকিস্থানে পাঠিয়ে দেয়া উচিত।
ও ভাইয়া। আমার কোন শখ নাই। doctor রা তো Dr. লিখবেই।কিন্তু এত পড়াশুনা করে মূর্খ হওয়ার ইচ্ছা নাই যে fake news বানাবো। আর যদি usa, london এর এর প্রমান দিলে তো লাথি মারার যায়গায় আপনার নিজেরই প্যান্ট ভিজে যাবে।
হ্যা USA, লন্ডন তো তোমাদের শ্বশুরবাড়ি যে Dr. লাগাইতে দিবে। নেট সার্চটাও এখন পর্যন্ত ঠিকমত দিতে পারেনা আসছে গপ্প শোনাইতে, লিংক দেয় Blogspot এর হাইস্যা বাচিনা এদের কান্ড দেখে। বলে USA তে ফিজিওরা Dr. লাগায়। এতো বিনোদন রাখি কই? এরা জীবনে বান্দরবান গেছে কি না সন্দেহ আছে আর আইস্যা USA এর গপ্পো করে এখানে। এদের প্রজাতি নতুনভাবে ক্লাসিফাই করা দরকার। বিবর্তনের উল্টা ধারায় সম্ভবত এদের মিউটেশন হইতেছে। যতদিন যায় এদের বুদ্ধি তত কমে!
আপনার মাথায় তো বেশ বুদ্ধি। vacancy কি সারা বছর নেটে ঝুলিয়ে রাখবে নাকি in WHO, USA…
আপনি সম্ভবত ssc o নকল করে পাশ করছেন আর মেডিকেলের প্রশ্ন ফাশের ফসল।
কোন দেশেই এমন MBBS ধারী নেই যারা নিজেদেরকে PhD/MD এর চাইতেও নিজেকে খুব বড় ভাবে। আবার বুক ফুলিয়ে মূর্খের মত বলে “অক্সফোর্ড থেকেও PhD নিয়ে আসলেও bmdc এর অনুমোদন নেয়া লাগে”! epic :3
কেনরে ভাই, আমি এত PhD করা দেশী বিদেশী Dr. ডিগ্রীধারী নামের আগে Dr. লাগানো দেখি তাদের তো এ কাজ করতে দেখিনি এমন কি কবলতেও শুনিনি।
WCPT এর backdated পুরনো ফাইল দেখিয়ে খুত বের করা ভালই শিখেছেন।
যদি দেখাতে পারি সারা বিশ্বেই এখন ফিজিওরা ডাঃ লিখা শুরু করেছে তবে মেনে নেবেন??? জানি তাও মানবেন না। কারন আপনাদের egoতে hurt করে তাই!! এই ego এর জন্যই কিছু কিছু mbbs সব জেনে বুঝেও torticolis (ঘাড়ত্যাড়া) রোগে ভুগছে। তাই চাপা মেরে হলেও physio দের ডাঃ লেখার বিরুদ্ধে প্রচার করে।
নিজের cheap mentality change করুন ।কারন mbbs should be mbbs…
Dr. লিখলেই কেউ physio হতে পারবে না/ mbbs হতে পারবে না। যে যে যার জায়গায়ই থাকবে।
দেখে নেন সারাবিশ্বে ফিজিওথেরাপিষ্টরাও
ডা; লিখছেঃ
In USA, India, London, etc………………………………..country’s
physiotherapist also use dr prefix before his
name !!!!!!!!!!!!!!!!!!!!!!!
Example: The physiotherapies In USA :
http://physiotherapy-jobs.blogspot.in/2016/04/usa-direct-access-to-physiotherapy-for.html
India:
https://
physiotherapyanobleprofession.blogspot.in/2016/11/physical-therapists-physiotherapists.html?m=1
WHO-World Health Organization অনুসারে
ফিজিওথেরাপিস্টের চাকুরী মর্যাদা MBBS এর
সমান দেখে নেনঃ (see below pic)
physioplanet.blogspot.in/2014/04/physiotherapy-vacancy-in-who-world.html?m=1
ব্লগস্পট এসব প্রমানের সংরক্ষক কারন কিছু গাধা বলদ এসব না দেখে আজাইরাই তর্ক করবে তাই।
Dr. লিখলেই কেউ physio হতে পারবে না/ mbbs হতে পারবে না। যে যে যার জায়গায়ই থাকবে।
দেখে নেন সারাবিশ্বে ফিজিওথেরাপিষ্টরাও
ডা; লিখছেঃ
In USA, India, London, etc………………………………..country’s
physiotherapist also use dr prefix before his
name !!!!!!!!!!!!!!!!!!!!!!!
Example: The physiotherapies In USA:
http://physiotherapy-jobs.blogspot.in/2016/04/usa-direct-access-to-physiotherapy-for.html
https://physiotherapyanobleprofession.blogspot.in/2016/11/physical-therapists-physiotherapists.html?m=1
WHO-World Health Organization অনুসারে
ফিজিওথেরাপিস্টের চাকুরী মর্যাদা MBBS এর
সমান দেখে নেনঃ (see below pic)
physioplanet.blogspot.in/2014/04/physiotherapy-vacancy-in-who-world.html?m=1
—-> দেখে নেন ফিজিওথেরাপিস্টরাও প্রেসক্রাইব
করতে পারবেঃ
http://www.bbc.com/news/health-23752418 …
Self refferal by pt. wonself is also our right to provide
proper Rx .. it’s not important to give refference by MBBS
or any other physicians… we can also reffer pt. to any
physician…
see scope of peactice in physiotherapy (web search) it is
international rule(WCPT): http://www.wcpt.org/node/29535
আর বিশ্বের যেসব দেশে physio রা ডাঃ লেখে না সেসব দেশে mbbs রাও ডাঃ লেখে না। আর মেক্সিমাম দেশেই mbbs রা ডাঃ লেখে না। এটা জানেন না??
বাংলাদেশের সব ফিজিও মনেহয় হেমায়েতপুর থেকে আসছে। যেমবে দেশে নাকি MBBS ডা. লেখেনা সেসব দেশে ফিজিও ডা. লেখেনা। ভাবখান এমন যেন ফিজিও আর MBBS সম্মন্ধী লাগে। দুনিয়ার BSc করে কেউ ডা. লাগায় এমন পাগলা বাংলাদেশেই পাওয়া সম্ভব। BSc কেন, SSC করেই লাগান। পাগলে কি না বরে, ছাগলে কি না খায়।
একমাত্র বাংলাদেশেই এ কোর্সের টাইটেল ষড়যন্ত্র মূলক ভাবে পরবর্তীতে BSc রাখা হয়েছে। আর আগে BPT bachelor of PT ই ছিল।
mbbs should be mbbs এত কথা বলেন কেন? ? চাইলে প্রমান দিন।
হ ভাই আমি পাগল। যদি প্রমান দেখে ছাগল ম্যা ম্যা করে। 😀 😀
হ! তোমাদের ষড়যন্ত্র করার জন্য তো সবাই ব্যস্ত। খায়া দায়া কাম নাই কারো। জীবনে একটা ভিসেরা চোখে দেখেনাই আসছে ডাক্তার হইতে। পাতলা পায়খানার ট্রিটমেন্টও ঠিকমত কইতে পারবেনা আবার ডাক্তার লাগানোর জন্য নিজেদের ডিসেন্ট্রি ধরায় ফেলছে। বাংলাদেশে BSc নার্সররা করে। এবং নিশ্চিত একটা নার্সের কোয়ালিটি এদের চাইতে হাজারগুন ভাল। অন্তত মাথামোটা বা বুদ্ধিপ্রতিবন্ধি না।
কোন দেশেই এমন MBBS ধারী নেই যারা নিজেদেরকে PhD/MD এর চাইতেও নিজেকে খুব বড় ভাবে। আবার বুক ফুলিয়ে মূর্খের মত বলে “অক্সফোর্ড থেকেও PhD নিয়ে আসলেও bmdc এর অনুমোদন নেয়া লাগে”! epic :3
কেনরে ভাই, আমি এত PhD করা দেশী বিদেশী Dr. ডিগ্রীধারী নামের আগে Dr. লাগানো দেখি তাদের তো এ কাজ করতে দেখিনি এমন কি কবলতেও শুনিনি।
WCPT এর backdated পুরনো ফাইল দেখিয়ে খুত বের করা ভালই শিখেছেন।
যদি দেখাতে পারি সারা বিশ্বেই এখন ফিজিওরা ডাঃ লিখা শুরু করেছে তবে মেনে নেবেন??? জানি তাও মানবেন না। কারন আপনাদের egoতে hurt করে তাই!! এই ego এর জন্যই কিছু কিছু mbbs সব জেনে বুঝেও torticolis (ঘাড়ত্যাড়া) রোগে ভুগছে। তাই চাপা মেরে হলেও physio দের ডাঃ লেখার বিরুদ্ধে প্রচার করে।
নিজের cheap mentality change করুন ।কারন mbbs should be mbbs…
Dr. লিখলেই কেউ physio হতে পারবে না/ mbbs হতে পারবে না। যে যে যার জায়গায়ই থাকবে।
দেখে নেন সারাবিশ্বে ফিজিওথেরাপিষ্টরাও
ডা; লিখছেঃ
In USA, India, London, etc………………………………..country’s
physiotherapist also use dr prefix before his
name !!!!!!!!!!!!!!!!!!!!!!!
Example: The physiotherapies In USA :
http://physiotherapy-jobs.blogspot.in/2016/04/usa-direct-access-to-physiotherapy-for.html
India:
https://
physiotherapyanobleprofession.blogspot.in/2016/11/physical-therapists-physiotherapists.html?m=1
WHO-World Health Organization অনুসারে
ফিজিওথেরাপিস্টের চাকুরী মর্যাদা MBBS এর
সমান দেখে নেনঃ (see below pic)
physioplanet.blogspot.in/2014/04/physiotherapy-vacancy-in-who-world.html?m=1
—-> দেখে নেন ফিজিওথেরাপিস্টরাও প্রেসক্রাইব
করতে পারবেঃ
http://www.bbc.com/news/health-23752418 …
Self refferal by pt. wonself is also our right to provide
proper Rx .. it’s not important to give refference by MBBS
or any other physicians… we can also reffer pt. to any
physician…
see scope of peactice in physiotherapy (web search) it is
international rule(WCPT): http://www.wcpt.org/node/29535
আর বিশ্বের যেসব দেশে physio রা ডাঃ লেখে না সেসব দেশে mbbs রাও ডাঃ লেখে না। আর মেক্সিমাম দেশেই mbbs রা ডাঃ লেখে না।
গাধারা কোন কিছু না জেনেই বক বক করে।
dear ratul sir, do u hav any idea about physiotherapy? ?? or BPT … ??
আমাদের কারিকুলামে কি কি আছে তা দেখলে তো আপনার প্যান্ট ভিজে যাবে।
see details : https://m.facebook.com/story.php?story_fbid=560869244104569&id=143565859168245
BPT রাও ভসেরা পরে এবং দেখে। এবং BPT দের কারিকুলাম all most same as mbbs….
আপনার কাজ না থাকতে পারে আমার আছে তাই এত কথা বলছেন। কাজ কাম না থাকলে মানুষ অন্যের পেছনে লাগে আর এদব feake news বের করে।
আপনার কাজ কাম না থাকলে এক কাজ করেন BPT study করে দেখতে পারেন। কারন আপনার এ সম্পর্কে ধারনা নাই বললেই চলে।
sorry for typing mistake .. দ্রুত মোবাইলে টাইপ করায় এরকম হয়েছে। আসলে আমার আপনার মত এত সময় নাই।
আপনার রাজ্যে আপনি একাই রাজা হতে পারেন। এটা আপনার ব্যাপার। শুধু শুধু গালাগাল করা mbbs Dr. এর বেমানান।
আগে behave ঠিক করেন পরে ডাঃ হইয়েন কারন রোগীরা মানুষের কাছে চিকিৎসা নিতে যাবে পশুর কাছে না।পারলে প্রমান দেখাবেন।,তর্ক বাদ দিয়ে।
ভাল থাকবেন।
Uni to tv te niyomito L.D.P niye kotha bolen!!
প্রতিবেদকের বক্তব্য থেকে দেখা যাচ্ছে, ফিজিওথেরাপিস্টরা সতন্ত্র্য পেশাধারী ১৯৬৯ সাল হতে। তাহলে তাদের কাউন্সিল বা রেগুলটেরি বডি ডাঃ লিখতে দিচ্ছে কেন?
Apnara college a pore university degree nissen.PhD na kore name er aga dr. likben…ar physio ra likle doss??aga nijara sudhran tarpor onnoder bolen….ay sob faltu news a kicu e jai ase na…
আরেক গাধা আসছে Phd থিউরী নিয়ে। এই গাধা এটাও জানেনা, Phd ডিগ্রীর জন্য Dr. উপাধী দেয় বিশ্ববিদ্যালয়, MBBS/BDS এর জন্য দেয় BMDC. এই গাধার সম্ভবত ধারণা দুনিয়ায় Phd করলেই খালি Dr. উপাধী পাওয়া যায়। এরা ঠিকমত ক্লাস এইট পাশ করছে কি না সন্দেহ আছে। এই বুদ্ধি নিয়া এরা আবার ডাক্তারী করবে!
আর উন্নতমানের গাধারা PhD /MD করলে কিভাবে নাম লেখে?? Dr. Dr. ratul / ড. ডাঃ রাতুল
গাধারাই ভাবেঃ
আমরা সবাই গাধা!!
গাধার রাজত্যে,
নইলে মোরা গাধার কথা শুনবো কি শর্তে! 😀 😀 😀
বকদুল মার্কা এইটাইপ কথার চাইতে অবশ্য ভালকিছু আশা করিনাই গাধাগুলার কাছে। গাধাগুলার ধারণা একবার MBBS করে PhD করলে দুইবার Dr. লাগাইতে হইবে। মানে যারা ডাবল পিএইডি করে তারাও দুইবার ড. ড. লাগাইবে। অবশ্য ডাবল পিএইডি কি সেইটা গাধাগুলা জানে বলে মনেহয় না, এদের লেখাপড়া তো BSc পর্যন্ত। Bsc মার্কা নলেজ দিয়া এরা আসছে হায়ার এডুকেশনের কথা কইতে। এদের লজিক অনুসারে বারাক ওবামা হবে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বারাক ওবামা, কারণ তিনি ২ বার নির্বাচিত হইছেন। বাংলাদেশে আয়োডিন শুন্যতা সম্ভবত চরমে চলে গেছে, নতুবা কেবল আয়োডিন শুন্যরা ফিজিও পড়তে দৌড়াইতেছে। গাধাদের প্রতি পরামর্শ, আয়োডিন শূন্যতা ফিজিওতে ভাল হয়না, এরজন্য আয়োডিনযুক্ত লবণ খাইতে হয়। নইলে বংশপরম্পরায় এরা বৃদ্ধিপ্রতিবন্ধি জেনারেশন সাপ্লাই দিয়ে যাইবে হবে। এদের নেক্সট জেনারেশন SSC পাশ করে বলবে আব্বু আমি তো এসএসসি পাশ, আফ্রিকার জঙ্গলে জংলিরা কিছু না পড়েই ডাক্তার আমি কি ডাক্তার? এরা বলবে হ্যা বাবা তুমি তো বিশেষজ্ঞ ডাক্তার, যাও অপারেশন কর!
আপনার মাথায় তো বেশ বুদ্ধি। vacancy কি সারা বছর নেটে ঝুলিয়ে রাখবে নাকি in WHO, USA…
আপনি সম্ভবত ssc o নকল করে পাশ করছেন আর মেডিকেলের প্রশ্ন ফাশের ফসল।
কোন দেশেই এমন MBBS ধারী নেই যারা নিজেদেরকে PhD/MD এর চাইতেও নিজেকে খুব বড় ভাবে। আবার বুক ফুলিয়ে মূর্খের মত বলে “অক্সফোর্ড থেকেও PhD নিয়ে আসলেও bmdc এর অনুমোদন নেয়া লাগে”! epic :3
কেনরে ভাই, আমি এত PhD করা দেশী বিদেশী Dr. ডিগ্রীধারী নামের আগে Dr. লাগানো দেখি তাদের তো এ কাজ করতে দেখিনি এমন কি কবলতেও শুনিনি।
WCPT এর backdated পুরনো ফাইল দেখিয়ে খুত বের করা ভালই শিখেছেন।
যদি দেখাতে পারি সারা বিশ্বেই এখন ফিজিওরা ডাঃ লিখা শুরু করেছে তবে মেনে নেবেন??? জানি তাও মানবেন না। কারন আপনাদের egoতে hurt করে তাই!! এই ego এর জন্যই কিছু কিছু mbbs সব জেনে বুঝেও torticolis (ঘাড়ত্যাড়া) রোগে ভুগছে। তাই চাপা মেরে হলেও physio দের ডাঃ লেখার বিরুদ্ধে প্রচার করে।
নিজের cheap mentality change করুন ।কারন mbbs should be mbbs…
Dr. লিখলেই কেউ physio হতে পারবে না/ mbbs হতে পারবে না। যে যে যার জায়গায়ই থাকবে।
দেখে নেন সারাবিশ্বে ফিজিওথেরাপিষ্টরাও
ডা; লিখছেঃ
In USA, India, London, etc………………………………..country’s
physiotherapist also use dr prefix before his
name !!!!!!!!!!!!!!!!!!!!!!!
Example: The physiotherapies In USA :
http://physiotherapy-jobs.blogspot.in/2016/04/usa-direct-access-to-physiotherapy-for.html
India:
https://
physiotherapyanobleprofession.blogspot.in/2016/11/physical-therapists-physiotherapists.html?m=1
WHO-World Health Organization অনুসারে
ফিজিওথেরাপিস্টের চাকুরী মর্যাদা MBBS এর
সমান দেখে নেনঃ (see below pic)
physioplanet.blogspot.in/2014/04/physiotherapy-vacancy-in-who-world.html?m=1
তর্ক বির্তক অনেক ভালোই লাগলো। তবে আরো উন্নত ভাষা ব্যবহার করা যেতো। জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই নতুন নতুন পেশারও সৃষ্টি হচ্ছে। পৃথিবীতে সব পেশার ই প্রয়োজনীয়তা আছে। যে যে প্রফেশনে না সে সেই বিষয়ে কম জানবে এ্টাই স্বাভাবিক। ফিজিওথেরাপিস্টদের জন্য স্বতন্ত্র কাউন্সিল গঠন প্রক্রিয়া চলমান। এবং এই বিষয়ে মহামান্য হাইকোর্ট এর ও একটি রিট পিটিশন রয়েছে। সুতরাং আমরা যখন কোন কিছু লিখি বা বলি তা যেন ভালো ভাবে যেনে শুনে বলি বা লিখি।
অহেতুক তর্ক করে তো আর লাভ হবে না ভাই। ফিজিওথেরাপিস্টরাও ডাক্তার আর আপনাদের সমমানের তা WHO এর refference দেখে নিলেই তো হয়।
http://www.physiotherapy-treatment.com/who-defines-classifies-physiotherapy-as-an-independent-profession-pt-is-not-paramedical.html
wHO এর এই refference টি দেখেন দয়া করে
যেখানে সব গুল health Professional দের professional level and dignity দেওয়া আছে।
http://www.who.int/hrh/statistics/Health_workers_classification.pdf।
তাহলে আমার প্রশ্ন হল নিয়ম মেনে ফিজিওথেরাপিস্টরা নামের আগে কেন লিখবে না ডাক্তার ?
Physio মানে শরীর আর থেরাপি মানে চিকিৎসা।
Physiotherapist মানে হল শরীরের চিকিৎসক। আমাদের দেশে ৫ বছর এবং এক বছর ইন্টার্নী বাধ্যতামূলক ফিজিওথেরাপি প্রফেশনাল কোর্স চালু রয়েছে।
Physiotherapy is a evidance based treatment approach by physical method.
কেন এক বছর ইন্টার্নী করার পর আমাদের দেশে কেন প্রফেশনাল ও qualified Physiotherapist রা Doctor লিখবে না ?
যেমনঃ Dr. anmul haque, (PT)
ভূল তথ্য দিবেন না
বতর্মানে লক্ষ্য করা যাচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসকদের হেয় করার জন্য অন্যান্য প্রফেশনের কিছু সংখ্যক লোক জেনে না জেনে ফিজিওথেরাপি চিকিৎসকদের MATS (Medical Assistant Training School), dental টেকনোলোজিষ্ট সহ অন্যান্য টেকনোলজিষ্টদের সাথে তুলনা করছে যা একেবারেই উদ্দেশ্য প্রনোদিত ও ন্যাক্কারজনক।
MBBS, BDS দের মত BPT (Bachelor of Physiotherapy) ডিগ্রিধারীরা হেলথ কেয়ার প্রফেশনাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) এর তথ্য অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসকরা রোগের এসেসমেন্ট, ডায়গনসিস এবং ট্রিটমেন্ট করে থাকেন। তাঁরা ইনজুরি, শারীরিক প্রতিবন্দীতা এবং অন্যান্য রোগের চিকিৎসা করে থাকেন এবং তারা ব্যথা দূর করেন। উল্লেখ্য ব্যথার কথা একমাত্র ফিজিওথেরাপি চিকিৎসকদের বেলায় উল্লেখ করা হয়েছে যা অন্য কোন হেলথ কেয়ার প্রফেশনালদের বেলায় বলা হয়নি। প্রথম কমেন্টে WHO এর health worker classification PDF document দেওয়া হল।
MBBS, BDS, দের মত BPT ( ব্যাচেলর অব ফিজিওথেরাপি ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে ৫ বৎসরের ডিগ্রী ।
MD (Doctor of Medicine) এর মত DPT (Doctor of Physiotherapy) ফিজিওথেরাপী চিকিৎসকদের post graduation ডিগ্রী। শুধু তাই নয় FCPS (Fellow of chartered physicians and surgeon) এর মত FCSP (Fellow of chartered society of physiotherapist)ও একটি ডিগ্রী। এছাড়াও ফিজিওথেরাপি চিকিৎসকদের MPT (Masters of Physiotherapy) orthopedic, MPT (Masters of Physiotherapy) Neurology, Paediatric, Geriatric, Phd ইত্যাদি ডিগ্রী রয়েছে। আর কিছু সংখ্যক কুলাঙ্গার জেনে না জেনে Undergraduate ব্যক্তিদের সাথে তুলনা করে যা একেবারেই ন্যাক্কারজনক জনক। ফিজিওথেরাপি চিকিৎসকদের তুলনা নিচের ছবিটিতে দেখানো হল।
Dentist রা যদি ডাক্তার হয় ফিজিওথেরাপিষ্টরা ডাক্তার হবে না কেন? ইউনানী, আয়ুর্বেদিক, হোমিও চিকিৎসকরা যদি ডাক্তার হয় ফিজিওথেরাপি চিকিৎসক রা কেন ডাক্তার হবে না? Prefix বাদ দিয়ে আপনার পরিচয় লেখেন। GP, Neurologist, Cardiologist, ইত্যাদি . ডেন্টাল চিকিৎসকরা Prefix dr. বাদ দিয়ে নিজেদেরকে ডেন্টিষ্ট পরিচয় দিক, আয়ুর্বেদিক, ইউনানী, হোমিও চিকিৎসকরা prefix dr. ব্যবহার বাদ দিয়ে নিজের পরিচয় দিক। তাহলে ফিজিওথেরাপী চিকিৎসকরা নামের আগে ডাক্তার ব্যবহার ছেড়ে দিয়ে ফিজিওথেরাপিষ্ট পরিচয় দিবে।
ডাঃ শব্দটি এই উপমহাদেশে ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয়ে আসছে। সাধারণ মানুষ চিকিৎসককে ডাঃ মনে করে। মূলত dr হল তারা, যারা এমডি আর পিএইসডি করে । তারাই নামের dr লিখতে পারে। কিন্তু dr কে বাংলাভাষায় লিখলে হয় ডঃ কিংবা ডাঃ । আসলেই কনফিউজিং। ইউরোপ আমেরিকায় মূলত এমডি, পিএউসডি কিংবা যাদের ডিগ্রিতে doctor আছে, তারাই dr লিখে। এখন সংক্রামক ( communicable disease) রোগ ডায়রিয়া, কলেরা কমে গেছে, সময় এখন স্ট্রোক, ডায়বেটিস, হাটু ব্যথা, কোমর ব্যথা প্রভূতি non- communicable disease এর। তাই আগামী ৩০ বছরে ফিজিওথেরাপি পেশা হবে সারাবিশ্বে হেলথে ১ নং চিকিৎসা পেশা । যারা এখনও ফিজিওদের পিছনে লাগছেন, ছোট ভাবছেন তাদের জন্যই শুধুই আপসোস।
ডাঃ আব্দুর রাজ্জাক
ব্যথা, পঙ্গু, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি চিকিৎসক
সুপ্রিম কোর্টের মতে, বিপিটিধারীরা তাদের নামের আগে ড. (ডাক্তার / ডাক্তার) ব্যবহার করবেন যতদিন না তাদের নিজেদের জন্য আলাদা কাউন্সিল তৈরী হয়। গুগল করে রেফেরেন্স পেয়ে যাবেন। তবে ফিজিওথেরাপিস্ট দেড় আলাদা কাউন্সিল তৈরী হয়ে গেলে তখন ওই কাউন্সিল এর সিদ্ধান্তই গ্রহণযোগ্য হবে।
S M Nazmuz Sakib
LL.B(Running Student)
BMDC act 1980, 2010 এর কোন জায়গায় লেখা আছে তারা ডাঃ লিখবে… MBBS, BHMS, BAMS,BUMS, BDS সবাইকে Medical Practitioner বলা হয়েছে । Doctor শব্দটি ডিকশনারি তে দেখেন..কি লেখা আছে । হোমিওপ্যাথ,এলোপ্যাথ, ইউনানী এবং আযুর্বেদ ,সার্জন, এগুলো তাদের কোয়ালিফিকেশন.. ডাঃ একটা টাইটেল..এরা সবাই লিখতে পারবে…ফিজিওথেরাপিস্ট দের কারিকুলাম যদি ভালো থাকে তাহলে তারা ডাঃ লিখবে এটা তাদের অধিকার….হোমিওপ্যাথ,এলোপ্যাথ, ইউনানী এবং আযুর্বেদ ,সার্জন,ফিজিওথেরাপিস্ট এই কোয়ালিফিকেশন গুলো আর ডিগ্রীর নাম লেখা থাকলেই তো যার যার পরিচয় পাওয়া যাবে.. Doctor শব্দটি অ্যালোপ্যাথিক মেডিসিন প্রচলন এর আগে থেকেই ব্যাবহার হয়ে আসছে ।
আপনাদের BMDC শুধু এলোপ্যাথির জন্য BMDC act 1980, 2010 এ BMDC এর মেডিসিন এর সংজ্ঞা দেখেন । BMDC শুধু আপনাদের অন্য কারো বিষয়ে নাক গলানোর কোন অধিকার BMDC বা আপনাদের নাই। হোমিওপ্যাথি আলাদা ও স্বতন্ত্র পেশা। বাংলদেশে সরকার এই পর্যনত মাত্র ৩০০ জনের মতো হোমিওপ্যাথিক, ইউনানী এবং আযুর্বেদ ডাক্তার নিয়োগ দিয়েছে । এই ৩০০ জন মিলেই সরকারি স্বাস্থ্য সেবার ২৮% প্রদান করছে । প্রাইভেট সেক্টরে/মোট স্বাস্থ্য সেবায় এটা ৫০% এর উপরে নিয়মিত, (৬০-৭০% হবে অনিয়মিত) যেখানে হোমিওপ্যাথি একাই ৩০-৩৫% স্বাস্থ্য সেবা প্রদান করছে। আপনারা হাজার হাজার সরকারি ডাক্তারদের থেকে শত গুণে ভালো পারফর্ম করছে । স্বাস্থ্য সেবার রেশিও অনুযায়ী তাদের প্রতি অন্যায় করা হচ্ছে । BHMS, BAMS,BUMS প্রতিটি ডিগ্রী ৫+১(ইন্টার্নী)=৬ বছরের কোর্স স্বাস্থ্য মন্ত্রণালয় এর অধীনে স্বাস্থ্য অধিদপ্তর এর পৃষ্ঠপোষকতায় ঢাবি র অধীনে স্ব স্ব কলেজে স্বাস্থ্য ক্যাডারদের কাছ থেকে শিক্ষা নিয়ে চিকিৎসা সনদ লাভ করেন। খোজ নিয়ে দেখেন BHMS এর সিলেবাসের মোট মার্ক MBBS এর চেয়ে বেশি ।এবং সকল এলাইড সাবজেক্ট একই বইসমূহ পড়ে আসে । এলোপ্যাথি চিকিৎসা ট্র্যাডিশনাল মেডিসিনের নলেজ চুরি করে নিয়ে গড়ে তোলা চিকিৎসা ব্যাবস্থা যা দিনে দিনে অকারযকর হয়ে যাচ্ছে ।
MBBS course er total Marks 4300, BHMS (Homoeopathy) er total Marks 5150 marks(Upto 2016)Now 5600 (present)..BHMS ra jodi Doctor na hoy taholey apnader o Doctor likhar joggota nai..
Great post 👏