প্ল্যাটফর্ম নিউজ, ১৩ নভেম্বর ২০২১, শনিবার
মহামারি করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ১৮৮ জন মানুষ মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত ৫১ লাখ ৪ হাজার ৩০ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়াও একই সময়ে ৫ লাখ ৪ হাজার ৭৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ কোটি ৩২ লাখ ৩ হাজার ৭৫৮ জনের দেহে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার আজ শনিবার(১৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন।
করোনা মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৭৮ লাখ ৩৪ হাজার ৮১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৮২ হাজার ৯৩৩ জন মানুষ মারা গেছেন। এছাড়া, পার্শ্ববর্তী দেশ ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ১৪ হাজার ৬০৯ জনের। মারা গেছেন ৪ লাখ।
বাংলাদেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৩,৫৬৯ টি। যার মধ্যে নতুন শনাক্ত হয়েছে ১৫১ জন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫,৭২,২৭৮ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ০৬ জন। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৭,৯১৮ জন। নতুন সুস্থ হয়েছেন ১৯২ জন, মোট সুস্থ ১৫,৩৬,৩০৩ জন।