প্ল্যাটফর্ম নিউজ, ১৬ মে, ২০২১, রবিবার
১৭ মে, বিশ্ব ঊচ্চ রক্ত চাপ দিবস। ”Measure your blood pressure accurately, Control it, Live long.” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এই বছরেও দিনটি নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হতে যাচ্ছে।
দেশের স্বনামধন্য মেডিকেল কলেজ টিএমএসএস মেডিকেল কলেজ দিনটি উপলক্ষে এক ওয়েবনিয়ার এর আয়োজন করেছে। উক্ত ওয়েবনিয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও প্রথিতযশা মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ. বি. এম. আবদুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, অশোকা ফেলো, প্রধান নির্বাহী পরিচালক টিএমএসএস, সভাপতিত্ব করবেন অধ্যাপক ডা. মো. আজিজুর রহমান, বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ, টিএমএসএস মেডিকেল কলেজ। দেশের আরেকজন প্রথিতযশা চিকিৎসক অধ্যাপক ডা. মো. জাকির হোসেন উক্ত ওয়েবনিয়ারের মূল আহ্বায়কের ভূমিকা পালন করছেন।
অন্যান্যদের মধ্যে উচ্চ রক্তচাপ এর নানা দিক নিয়ে বক্তব্য রাখবেন অধ্যাপক ডা. মো. এইচ এ এম নাজমুল আহসান, প্রাক্তন বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেল কলেজ, অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান, অধ্যাপক, বিএসএমএমইউ ও ডা. মো. মাহফুজুল ইসলাম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কার্ডিওলজি বিভাগ, টিএমএসএস মেডিকেল কলেজ। কোভিডকালীন সময় বিবেচনায় উক্ত ওয়েবিনারটি আগামীকাল ১৭ মে দুপুর ১২ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হবে।