প্ল্যাটফর্ম নিউজ, ১৫ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার
আজ বৃহস্পতিবার ‘প্ল্যাটফর্ম অফ মেডিকেল ও ডেন্টাল সোসাইটি সিলেট জোন’ কর্তৃক ১৫ অক্টোবর “বিশ্ব হাত ধোয়া দিবস” উপলক্ষে সিলেটের বিভিন্ন মেডিকেল কলেজে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
উক্ত কর্মসূচিতে সম্মানিত শিক্ষকগন, শিক্ষার্থী, প্ল্যাটফর্ম এক্টিভিস্ট ও সমাজের সচেতন নাগরিকগন উপস্থিত ছিলেন।
সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও পার্কভিউ মেডিকেল কলেজে পৃথক পৃথকভাবে এই কর্মসূচি পালিত হয়।
প্ল্যাটফর্মের কর্মীরা সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি সাধারণ মানুষদের শিখিয়ে দেন এবং করোনা কালীন সময়ে হাত ধোয়া কতটা গুরুত্বপূর্ণ, তা বুঝিয়ে দেন। শুধুমাত্র হাত ধোয়ার ফলেও আমরা করোনা হতে নিরাপদ থাকতে পারি।
মানুষকে স্বাস্থ্য সচেতন করতে প্রতিবছর ১৫ অক্টোবর পালিত হয়ে আসছে বিশ্ব হাত ধোয়া দিবস। “জীবাণুমুক্ত হাত হোক সকলের” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই বছরও পালিত হচ্ছে হাত ধোয়া দিবস।
সঠিক নিয়মে হাত ধুলে অধিকাংশ জীবাণু থেকে রক্ষা পাওয়া যায়। বর্তমান করোনা পরিস্থিতিতে সঠিক নিয়মে হাত ধোয়া অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই সাধারণ জনগনকে সচেতন করতে ‘প্ল্যাটফর্ম সিলেট জোন’ এর এই আয়োজন।
সম্মানিত শিক্ষকমন্ডলি ও সমাজের সচেতন নাগরিকগন এই কর্মসূচির ভুয়সী প্রশংসা করেন।
নিজস্ব প্রতিবেদক/ সাজ্জাদ আল ওয়াহেদ