বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
বিসিএস পরীক্ষার আবেদন ফি কমানোর পাশাপাশি ভাইভায় নম্বর কমিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা-২০১৪ সংশোধন করা হয়েছে। এর মাধ্যমে বিসিএসে আবেদনে ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে এবং ‘অনগ্রসর’ জনগোষ্ঠীর জন্য ফি ধরা হয়েছে ৫০ টাকা।
বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বরও ১০০ নির্ধারণ করা হয়েছে। সেইসঙ্গে বিসিএসে আবেদনের সর্বোচ্চ বয়স ৩২ বছর করা হয়েছে।আজ (১১ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধি ৯ এর উপবিধি ৪ (ক) সংশোধন করে সাধারণ প্রার্থীদের জন্য নির্ধারিত ৭০০ টাকা আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে।
বিধি ৯ এর উপবিধি ৪ (খ) সংশোধন করে ‘অনাগ্রসর’ জনগোষ্ঠীর প্রার্থীদের জন্য নির্ধারিত ১০০ টাকা ফি ৫০ টাকা করা হয়েছে।
বিধি ১৪ এর উপবিধি (১) সংশোধন করে বিসিএস পরীক্ষার আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরকে ৩২ বছর করা হয়েছে। এই বিধির উপবিধি (২) ও (৩) বাতিল করা হয়েছে।আর বিধি ১৮ সংশোধন করে বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ২০০ এর পরিবর্তে ১০০ করা হয়েছে এবং মোট নম্বর ১১০০ পরিবর্তন করে ১০০০ করা হয়েছে। এসব সংশোধনী গত ২৭ নভেম্বর থেকে কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
প্ল্যাটফর্ম প্রতিবেদক।