রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা বাড়িয়ে ৩৪ করার যৌক্তিক দাবিতে সচিবালয়ের গেটে মানববন্ধন কর্মসূচি পালন করছেন চিকিৎসকেরা।
আজ রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ২টা থেকে রাজধানীর সচিবালয় এলাকায় এ মানববন্ধন কর্মসূচি আরম্ভ হয়।
চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সংগঠনের ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস অব বাংলাদেশ (ইউমব) এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
উল্লেখ্য যে, ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনের প্রজ্ঞাপনে আবেদনকারীর বয়সসীমা ২ বছর বাড়িয়ে ৩২ বছর করা হয়েছে। তবে অন্যান্য বিসিএস আবেদনকারীর স্নাতক শেষ করতে যেখানে ন্যুনতম ৪ বছর সময় প্রয়োজন হয়, সেখানে একজন চিকিৎসকের এমবিবিএস/বিডিএস স্নাতক ও ইন্টার্নশিপ শেষ করতে ন্যুনতম ৬ বছর থেকে সাড়ে ৬ বছর সময় লেগে যায়।
এজন্য পূর্বের বিসিএস পরীক্ষাগুলোতে সাধারণ আবেদনকারীদের বয়সসীমা ৩০ বছর থাকলেও চিকিৎসকদের বয়সসীমা ৩২ বছর ছিল। কিন্তু সর্বশেষ প্রকাশিত প্রজ্ঞাপনে সবার ক্ষেত্রে বয়সসীমা ২ বছর বাড়িয়ে ৩২ বছর করা হলেও চিকিৎসকদের ক্ষেত্রে কোনো বয়সসীমা বৃদ্ধি হয়নি। ফলে চিকিৎসকরা এই ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন বলে মনে করছন চিকিৎসকেরা।
চিকিৎসকদের এ যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করেছে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের অন্যতম সংগঠন – প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি।
প্ল্যাটফর্ম/