★ যারা বিসিএস নামক অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় এখনো সফলতা পান নি । ১ বছর ,২ বছর ,৩ বছর ,বছরের পর বছর চেষ্টা করে আশাহত হয়েছেন । যারা কয়েক বছর পর এসে হতাশায় ভুগছেন , তাদের বলবো আপনারা বোকামি করছেন । যে শ্রম টা আপনারা বিসিএসএর পিছনে দিয়েছেন তার ১০০ ভাগের ১০ ভাগ শ্রম ও সময় দিন পড়াশুনা র পিছনে ,দেখবেন আপনার জীবন পাল্টে যাবে । বিসিএস উত্তীর্ণ হতে বেশির ভাগ চিকিৎসক ০১ বছর সময় নেন , কিন্তু ০১ মাস সময়ে আপনি আই ই এল টি এস -IELTS , টোয়েফেল করতে পারেন। আর যারা এফসিপিএস এমডি পরীক্ষার জন্য মাথার তালু কবে খালি হয়ে গেছে দেখার সুযোগ পান নি ,তারা একটু সময় নিন ভাবুন ।
★ স্কোর ০৭ বা বেশি হলে স্কলারশিপে পড়াশুনার সুযোগ পাবেন। আপনাকে পড়াশুনার জন্য ০১ টাকাও খরচ করতে হবে না ।মোটামুটি মানের হলে ০৬ লাখ+ টাকা খরচ পড়বে যুক্তরাজ্য-তে পড়াশুনা করতে । এবার আসি – কি কি বিষয় নিয়ে পড়তে পারেন ?
যুক্তরাজ্য –
__________
# পাবলিক হেলথ, গ্লোবাল হেলথ ( মাস্টার্স) -এ সংশ্লিষ্ট অনেক সাবজেক্ট । কোর্সের মেয়াদ -০১ বছর । কোর্স শেষে ভালো বেতনের চাকরির নিশ্চয়তা । এ সাবজেক্ট এ পড়াশুনা করে বিভিন্ন দাতা সংস্হা ,এনজিও ,হেলথ অর্গানাইজেশন এ অনেক ভালো বেতনের চাকুরী সম্ভব ।
# অনকোলজি , রেডিওলজি , মোলিকুলার বায়োলজি ,এন্ডোক্রাইন,জেনেটিক , ডায়েবেটিকস ,হেমাটোলজি ,নিউরো সায়েন্স ,হেলথ সায়েন্স ইত্যাদি ।কোর্সের মেয়াদ -০১ বছর । কোর্স শেষে ভালো বেতনের চাকরির নিশ্চয়তা ।
# শুধুমাত্র টার্ম পড়াশুনা কালীন সময় আপনি প্রতিমাসে ৮০,০০০-১.৫ লাখ টাকা ইনকাম করতে পারবেন ।কারণ প্রতি মাসে সর্বোচ্চ ৮০ ঘন্টা কাজ করতে পারবেন । যে পরিমান টাকা ০১ বছর পর ইনকাম করবেন , আপনার বন্ধুরা দেশে বসে সে পরিমান ইনকাম করতে ০৩/০৪ বছর লাগবে ।
# অফ টার্মে শ্রমভেদে প্রতি মাসে ২লাখ – ৪লাখ টাকা ইনকাম করতে পারবেন ।কারণ এ সময় আপনি ফুল টার্ম কাজ করতে পারবেন ।আপনি মাস্টার্স কালীন এ টাকা ইনকাম করতে পারবেন ।মাস্টারস শেষে আপনার জন্য রয়েছে অপার সম্ভাবনা ।
এছাড়াও এনএইচএস (NHS) , কিছু কোর্স ও প্রোগ্রাম করায় যেগুলো কমপ্লিট করে অনেক ভালো চাকুরী সম্ভব ।
আপনি মাস্টার্স শেষে টার্গেট করতে পারেন , পিএইচডি । কারণ এই দেশে পিএইচডি র কদর অনেক বেশি । টাকা পয়সা পাবেন ,সাথে পাবেন সম্মান । এসব সাধারণ কথা বার্তা ।
## আপনার টারগেট যদি হয় -জি পি (জেনারেল প্রাক্টিশনার),তাহলে আপনাকে প্লাব এক্সাম পাশ করতে হবে । বেতন ইয়ারলি ৫০লাখ -৭০লাখ । বাড়তি শ্রমে বাড়তি টাকা ।এছাড়া অসংখ্য সুযোগ সুবিধা পাবেন । যা অনেকটা অবিশ্বাস্য মনে হবে ।
## আপনি প্লাব দেয়ার মতো দক্ষ না হলে , টার্গেট করতে পারেন – এমআরসিপি ,এমআরসিএ ।এটি এফসিপিএস ,এমডি এম এস -এর তুলনা য় অতোটা প্রতিযোগিতাপূর্ণ নয় ।।।তুলনামূলক_সহজ , স্বল্প সময় এবং ডিমান্ডেবল হচ্ছে -MRCA. এসব করলে ,এতে করে কনসালটেন্ট হিসাবে প্র্যাকটিস করার সুযোগ পাবেন । আর বেতন টা হবে ৮০লাখ – ১.১ কোটি ইয়ারলি ।এছাড়াও যত শ্রম ততো টাকার সুযোগ ও আছে । আর সম্মানটা পাবেন -সম্মানের মতোন ই ।
( আর কতো সময় , জীবন , যৌবন ছেড়ে কষ্ট করবেন ??? একটু সময় নিন , ভাবুন )। মনে রাখবেন শিক্ষার জন্যই টাকা দরকার , জীবনের জন্য শিক্ষা দরকার, প্রতিষ্ঠিত হতে উচ্চশিক্ষা দরকার ।
আর যাদের লালিত স্বপ্ন বিসিএস এফসিপিএস এমডি এমএস -তাদের জন্য বেস্ট অফ লাক । শুভকামনা রইল ।
লিখেছেন:
ডা. সুমন প্রধান
রমেক – ২০০৮/০৯
ভিসি স্কলারশীপ -২০১৭ , মাস্টারস -অনকোলজি
যুক্তরাজ্য।
Mamun Bappy
ইশরাত শাহরিন আজাদ
F
Oli Ahmod
Dr-kazi Nurul Afsar Sujon
dekho we can try
Sifat E Rawsan
ami o tmk tag dite chascilm
f
Sayed Asif
Jayad Atique Nipa Ghosh
😀 😀
Asad Ullah
F
vaia process ta ki janale upokrito hotam. 1st step ki?
What is the process after IELTS?
Nabila Ishrat Bristi
how to apply for Australia / UK/ USA in subjects, e.g public health and other paraclinical subjects?
f
Masters Kore ese kih deshe job possible??bmdc recognition dibe? R PhD kih oi deshe besi kodor naki Bangladesh e?
Nayna Rahman
IELTS, Toyefel korle baire jete parbo thik.bt kon sub niye porte parbo? or kivabe ki korte hobe ektu details bolen pls
F
Please allow ‘turn on notification for this post’ instead of ‘f’ ,otherwise some important comments, suggestions may remain unseen ?
Say something about Australia. Ar ielts score 7+ holei ki scholarship pabo naki.
Write in details pls.thx
Maisha Zaman Poushi
Sadiaa Islam
we can try this.. 🙂
Zesmin Akter
Rehman Sohagh
Debangshu Bhowmik Mithun যাবি নি ??
Ritu Nazia Ahmed
tx dst for tagging
er jonne preparation kokhn theke nea uchit taile?
ahem ahem… preparation newa chara tmi kisu bujona 😉 :p
tore mair dimu koilam!!
Sotti kotha bollei sdu mair! ??
ho,mair tore ditei hoibo ?
f
Ar mane ki vaia
মাহাবুব হাসান
Rakin Al Islam
f
Syed Saddam Hossain Chowdhury
R.H. Romel Iffath Shoumik Arafath Towshik Aslam Talukder Abrar Fahad Arnob Sumon Sanaul Haque Bhuiyan Hossain Emu Irteza Nayeem Dinislam Hossain Parizat Zahur Nasiba Minty Sadia Sadaf Maruf Rahman Alvi Noor Mahtab Shaun Liaquat সীমান্ত দত্ত
Sharmin Islam
Kazi Nusrat Jui Rakin Al Islam
Islam Rubyat Fahmida Haq check this
f
স্কলারশিপের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাকটর গুলা কি কি?
কোন কোন ভার্সিটিতে ট্রাই করা উচিত?
যারা প্ল্যাব দিতে দক্ষ না তারা এমআরসিপি দেয়, এটা কি ঠিক?
How can strt to look for a scholarship?