# বিসিএস প্রিলির জন্য বইয়ের তালিকাঃ
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ঈদের আমেজের মাঝে বিসিএস এর মত খটমটে ১টা পরীক্ষা নিয়ে পোস্ট দেয়ার জন্য। পোস্ট টা আসলে ক্লোজ কিছু জুনিয়র ভাই-বোনের উদ্দেশ্যে, যারা ফোন করে/টেক্সট করে এ ব্যাপারে দিকনির্দেশনা চেয়েছে, তাদের জন্য। তবে অন্য কারও ভালো লাগলে পড়ে দেখতে পারেন, তবে পোস্ট টা সম্পূর্ণ ব্যাক্তিগত মতামত ভিত্তিক, পছন্দ না হলে এভোয়েড করবেন,প্লিজ।
প্রিলি নিয়ে প্রথমেই স্বতঃসিদ্ধ ২টি কথা দিয়েই শুরু করি-
১) প্রিলি পাণ্ডিত্য জাহিরের পরীক্ষা না, কোনো রকমে শুধু কাট অফ মার্কস তোলার পরীক্ষা,
২) প্রিলির জন্য কী কী পড়বেন, তা বুঝার চেয়ে কী কী পড়বেন না, তা খুঁজে বের করাই বেশি গুরুত্বপূর্ণ।
উপরের কথা দুটি মাথায় রাখলে আমার পরামর্শ হবে, পাঠ্য বইয়ের তালিকা খুব বেশি বড় না করে আর পড়ার কলেবর বেশি দীর্ঘ না করে গুরুত্বপূর্ণ টপিক গুলোই নির্দিষ্ট কিছু বই থেকে বার বার পড়া উচিত। ১ টা খুব কঠিন প্রশ্ন পারতে গিয়ে ৫ টা সহজ প্রশ্ন নিয়ে কনফিউজড হওয়া আত্মহত্যার শামিল, কারন সব প্রশ্নেরই মার্ক সমান, সাথে খাড়ার ঘা হিসেবে আছে নেগেটিভ মার্কিং!
* প্রিলির জন্য বই-
# বাংলাঃ
১. MP3 গাইড,
২. ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর,
৩. ৯ম-১০ম শ্রেণির বোর্ড ব্যাকরণ বই।
# ইংরেজিঃ
১. MP3 গাইড,
২. English for competitive exam- Fazlul Haque,
৩. Radical English Literature.
# বাংলাদেশ ও আন্তর্জাতিকঃ
১. MP3 গাইড,
২. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ‘১৭ (এটা থেকে শুধু দেশের হালনাগাদ ইনডেক্স গুলো দেখলেই হবে।)
৩. কারেন্ট এফেয়ার্স এবং দৈনিক পত্রিকা (দেখতে পারলে ভালো আরকি!)
# গণিতঃ
১. MP3/ওরাকল গাইড।
# সাধারণ বিজ্ঞানঃ
১. MP3 গাইড।
# কম্পিউটার ও তথ্য প্রযুক্তিঃ
১. Easy Computer & ICT- George.
# ভূগোল ও দূর্যোগ ব্যবস্থাপনাঃ
১. MP3 এর বিজ্ঞান বইটাই কাভার করবে,
২. রেডিক্যাল ভূগোল- এ জামান চৌধুরী, বইটি দেখতে পারেন (not mandatory).
# নৈতিকতা ও সুশাসনঃ
১. MP3 গাইড (মনে রাখবেন, এই ১০ নম্বর ১টা ফাঁদ!)
# সব বিষয়ের জন্যঃ
১. প্রফেসর্স জব সলিউশন,
২. কারেন্ট এফেয়ার্স এর বিশেষ সংখ্যা।
(ডাক্তার দের জন্য MP3 গাইড টাই আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে, কারন এতে জিস্ট তথ্য গুলো বেশ সাজানো আকারে রয়েছে।)
পড়া শুরু করবেন কিভাবেঃ
যারা আগে ১ বারও সিরিয়াসলি প্রিলি দেননি এবং যারা এবারই প্রথম বার পরীক্ষা দিচ্ছেন, তারা জব সলিউশন এর লেটেস্ট এডিশন টা কালেক্ট করে পড়া শুরু করুন। কী পড়বেন? চোখ বন্ধ করে ১০-৩৭ তম বিসিএস প্রিলি আর পিএসসি এর নন ক্যাডার পরীক্ষার ১১০ সেট প্রশ্ন ব্যাখ্যা সহকারে দেখে ফেলুন। এতে ২টি উপকার হবে। আপনি প্রশ্ন সম্পর্কে ভালো একটা ধারনা পেয়ে যাবেন+গতানুগতিক ধারার প্রশ্ন হলে অনেক প্রশ্ন জব সলিউশন থেকে সরাসরি কমন পাবেন। ১ বার দেখা হয়ে গেলে তারপর সব বই সংগ্রহ করে এবার কোমর বেঁধে নেমে পড়ুন আর লিখিত পরীক্ষার সিলেবাসের সাথে সমন্বয় করে পড়া শুরু করুন।
আপনাদের সুবিধার্থে নিচে প্রিলি আর রিটেনের (টেকনিক্যাল ক্যাডার) কমন মার্কের ১টা হিসাব দিচ্ছি।
* বাংলাঃ
প্রিলি- ৩৫= রিটেন ৬০
* ইংরেজিঃ
প্রিলি- ২০= রিটেন ১৫০ (Essay বাদে)
* মানসিক দক্ষতাঃ
প্রিলি-১৫= রিটেন ৫০
* গণিতঃ
প্রিলি-১৫= রিটেন ৫০ (শুধু রিটেনের ম্যাথ গুলো বড় বড় থাকে, তবে ব্যাসিক সেইম)
* বাংলাদেশঃ
সংবিধান, ১৯৪৭-১৯৭১ এর ইতিহাস, দেশের হালনাগাদ তথ্য সমূহ।
* আন্তর্জাতিকঃ
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সমূহ, সমসাময়িক ঘটনাবলী।
পরবর্তী তে প্রিলি আর রিটেনের সিলেবাস সমন্বয় করে পড়ার ব্যাপারে আমার অভিজ্ঞতা করব।
সামনের রেসিডেন্সি পরীক্ষা নভেম্বরের ১০ (শুক্রবার) তারিখের দিকে হতে পারে, আর ৩৮ তম বিসিএস এর প্রিলি অক্টোবর এ নেয়ার আশা প্রকাশ করেছে পিএসসি! যারা সুপার ব্রিলিয়ান্ট, তারা ২ নৌকায় পা দিলেও সমস্যা নেই। কিন্তু যারা আমার মত এভারেজ, তারা এটা করার আগে একটু চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিয়েন আরকি, কারন যারা ৩৮ তম তে ফাইনালি নিয়োগ পাবেন, তারা নিশ্চিত ভাবেই নেক্সট রেসিডেন্সিতেও এপিয়ার করতে পারবেন, আর পার্ট ১ দেয়ার রাস্তা তো সবসময়ই খোলা! 🙂
ধন্যবাদ সবাইকে।
ঈদ মোবারক। 🙂
ডাঃ শায়খুল ইসলাম সুজা,
(ময়মনসিংহ মেডিকেল কলেজ)
৩৫ তম বিসিএস (স্বাস্থ্য),
এমডি রেসিডেন্ট (শিশু), BSMMU.