প্ল্যাটফর্ম নিউজ, ২০ মে ২০২০, বুধবার
বকেয়া বেতন, বোনাস ও বৈশাখী ভাতার দাবিতে ১৯ মে (সোমবার) মানববন্ধনসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেছে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে (বাংলাদেশ মেডিকেল, উত্তরা ক্যাম্পাস)।
ডক্টর এন্ড টিচার্স ওয়েলফয়ার এসোসিয়েশনের আয়োজনে গঠিত প্রতিবাদ কর্মসূচীতে উল্লেখ করা হয়, দেশের প্রথম বেসরকারী মেডিকেল কলেজ “বাংলাদেশ মেডিকেল কলেজ” সহ অধিকাংশ বেসরকারী মেডিকেল কলেজ ও বেসরকারী হাসপাতালের ফ্রন্টলাইনার ডাক্তার, শিক্ষক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের দাবী তাদের ন্যায্য পাওনা বুঝে পাওয়া, বিশ্বময় এই মানবিক বিপর্যয়ের সময়ে যথাযথ কর্তৃপক্ষের এমন অমানবিক আচরন চিকিৎসক সমাজ কখনোই মেনে নিবে না।
প্রত্যেক বছর ১৪ বা ১৮ লক্ষ টাকায় প্রতিটি ছাত্রছাত্রী’র (৭৫–১২০ জন ভর্তি হয়) উন্নয়ন ফি ও তাদের মাসিক বেতন (৫০০০ বা ৮০০০ হারে) টাকা নেয়া হলেও ডাক্তার, শিক্ষক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের বেতন-বোনাস ভাতা সঠিক সময়ে দেয়া হচ্ছে না কেন জানতে চেয়ে মানবিক প্রশ্ন তোলা হয় প্রতিবাদ কর্মসূচিতে।
নিজস্ব প্রতিবেদক/সিলভিয়া মীম