প্রাইভেট ডেন্টাল কলেজে চলতি ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে লিখিত (বহুনির্বাচনী) পরীক্ষার ন্যূনতম পাস নম্বর ১০ কমিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিদ্যমান পাস নম্বর ৪০ থেকে কমিয়ে ৩০ নির্ধারণ করা হয়েছে।
বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করে।
আদেশে বলা হয়, বিডিএস কোর্সে লিখিত পরীক্ষার ন্যূনতম পাস নম্বর ৪০ থেকে কমিয়ে ৩০ নির্ধারিত করা হলো। তবে ভর্তি পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১২০ নম্বর পাওয়া শিক্ষার্থীদের ভর্তির পূর্ববর্তী শর্ত অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক সমকালকে বলেন, ‘বেসরকারি ডেন্টাল কলেজগুলোতে সব আসন শূন্য পড়ে থাকায় পাস নম্বর কমানো হয়েছে।’
উল্লেখ্য, ২০০ নম্বরের MBBS ও BDS ভর্তি পরীক্ষার ১০০ নম্বর SSC ও HSC র মোট জিপিএ’র ভিত্তিতে এবং বাকি ১০০ নম্বর লিখিত (MCQ) পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হয়। এসএসসি-এইচএসসিতে মোট জিপিএ-৮ পেলে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন যোগ্যতা রাখে। লিখিত পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বরসহ মোট ১২০ নম্বর পেলে শিক্ষার্থীরা ভর্তির জন্য যোগ্য বিবেচিত হন। পাস নম্বর কমানোর পর এখন বিডিএস- এ ভর্তি ইচ্ছুকরা লিখিত পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বরসহ মোট ১২০ নম্বর পেলে ভর্তির জন্য যোগ্য বিবেচিত হবেন।
শুধু বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তির ক্ষেত্রে এই মান নির্ধারন করা হয়েছে। এমবিবিএস এর জন্য প্রযোজ্য নয়।
Lol…:/
বেসরকারি মেডিকেলে ভর্তি পরীক্ষা নেওয়ার দরকার কি ? ৩০ থেকে কমে ৩ বছর পরতো এমনি ভর্তি করাতে বলবে , তার থেকে এখন থেকেই সেটা শুরু করতেছে না কেন ??
Sadhu Sadhu!! Marhaba!! Ki chomotkar kotha!!
Khub kharap holo.30 kono joggo student er no noi.
🙁 কার কার এত পড়ার ইচ্ছা?আমি স্টিল আমার সীট অদল-বদল করতে রাজি।
totally frustrating
3 /4yrs back no number was needed to be admitted in a private medical college . Money was everything . We should not forget it .