প্ল্যাটফর্ম প্রতিবেদনঃ আজ ৫ জানুয়ারি ২০২০ এ ব্রাক্ষনবাড়িয়ায় বিনা তদন্তে গ্রেপ্তারকৃত তিন চিকিৎসক এর জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে। ডা. ডিউক চৌধুরী, ডা. অরুনেশ্বর পাল চৌধুরী ও রাসেল আহমেদে এই তিন চিকিৎসককে তদন্ত বা বিশেষজ্ঞ প্যানেলের মতামত ব্যতীত গত ১ জনুয়ারি তিন চিকিৎসককে জেল হাজতে পাঠান জেলা ও দায়রা জজ আদালত। তখন জামিনের আবেদন করলেও, জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
ভুল চিকিৎসার অভিযোগ প্রমানিত হওয়ার আগে, ফৌজদারি অপরাধে অভিযুক্ত না হয়েও তিন চিকিৎসককে জেল হাজতে পাঠানোর প্রতিবাদে গতকাল ৪ জানুয়ারি শনিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় সকল বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসকরা কর্ম বিরতি পালন করেছে। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বানে এই কর্মবিরতি পালন করে জেলার সকল চিকিৎসকরা। সদর হাসপাতালে কার্যক্রম স্বাভাবিক ছিল।
এদিকে ব্রাক্ষনবাড়িয়ার সাথে একাত্মতা প্রকাশ করে শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার উদ্যোগে বন্দর নগরীতে এই প্রতীকী কর্মবিরতি পালন করা হয়।
এই নিরব আন্দোলনের মাধ্যমে চিকিৎসকরা দাবি জানান, বিশেষজ্ঞ প্যানেলের মতামত ব্যতীত যকোন চিকিৎসককে গ্রেপ্তার হয়রানি বন্ধ করতে হবে।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নওশীন আহমেদ দিয়া নামে এক নারী প্রসবজনিত কারণে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মুন্সেফ পাড়ায় খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। তিনি একটি কন্যা সন্তান জন্ম দেওয়ার চার দিন পর ৪ নভেম্বর মারা যান। চিকিৎসকদের ভুল চিকিৎসায় দিয়া মারা গিয়েছেন এমন অভিযোগে খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ডা. ডিউক চৌধুরী, ডা. অরুনেশ্বর পাল চৌধুরী ও রাসেল আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন তার বাবা শিহাব উদ্দিন গেন্দু। মামলায় গত ১ জনুয়ারি তিন চিকিৎসককে জেল হাজতে পাঠান জেলা ও দায়রা জজ আদালত।