সোমবার, ১০ মার্চ, ২০২৫
ভবিষ্যতে ম্যাটসদের অনুষ্ঠান বা কার্যক্রমে বিশেষ সতর্কতা অবলম্বনের ঘোষণা দিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। সোমবার (১০ মার্চ) স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রধান বিক্রয় কর্মকর্তা স্বাক্ষরিত এক বার্তায় জানান হয়েছে, “আমরা (স্কয়ার) ভবিষ্যতে এ ধরণের অনুষ্ঠান, বক্তব্য, বিবৃতি এবং প্রফেশনাল কার্যক্রমের ব্যাপারে অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করব।”
বার্তায় আরো বলা হয়েছে, “সম্মানিত চিকিৎসক মহোদয়গণ, গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের আয়োজিত অনুষ্ঠানে আমাদের স্থানীয় একজন প্রতিনিধির বক্তব্যকে কেন্দ্র করে এদেশের চিকিৎসক সমাজের মাঝে অসন্তোষের সৃষ্টি হয়েছে।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ সব সময়ই এদেশের চিকিৎসকদের চিন্তা চেতনা ও পরামর্শকে সম্মান জানায়। আমাদের বক্তব্য এবং বিবৃতিতে আপনাদের মনে যে কষ্টের সঞ্চার করেছে তার জন্য স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
আমাদের স্থানীয় প্রতিনিধির বক্তব্য এবং পরবর্তী বিবৃতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিবেচনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্মানিত ইন্টান চিকিৎসকদের নিয়ে যে ধরনের কন্টেন্ট/ বিবৃতি ছড়িয়ে পড়ে, তার সাথে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ এর কোন ধরণের সম্পৃক্ততা নেই। আমরা আশা করছি আমাদের সাথে আপনাদের দীর্ঘ ৬৭ বছরের বন্ধন সামনের দিনগুলোতে আরো সূদৃঢ় হবে।”
উল্লেখ্য এর আগে ডিএমএফদের এক অনুষ্ঠানে স্কয়ারের স্পন্সর করা এবং তাদের অযৌক্তিক দাবির পক্ষ নেয়ায় চিকিৎসক সমাজে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন মেডিকেলে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে বয়কটের পাশাপাশি অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এর প্রেক্ষিতে পরপর দুইবার বিবৃতি দেয় স্কয়ার ফার্মাসিউটিক্যালস। প্রথম বিবৃতিতে নিজ অবস্থানে অনড় থাকে, দ্বিতীয় বিবৃতিতে চিকিৎসকদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার অভিযোগ তোলে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
প্ল্যাটফর্ম/এমইউএএস