প্ল্যাটফর্ম নিউজ, ২৮ ফেব্রুয়ারি ২০২১, রবিবার
সম্প্রতি করোনাকালে জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক ডা. সালাউদ্দিন মো. তুষার ভারতে ‘চিকিৎসক রত্ন’ খেতাবে ভূষিত হয়েছেন। ভারতের নানা প্রান্তের আরো বিশিষ্ট ১১ জন চিকিৎসকদের সাথে এ খেতাব অর্জন করেছেন বাংলাদেশের এই দুই চিকিৎসক।
জানা গিয়েছে, ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গত শনিবার সন্ধ্যায় আগরতলার হোটেল সোনারতরীর হলরুমে এই খেতাব প্রদান করেন তাঁদের।
ভারতের ত্রিপুরা রাজ্যের টিভি চ্যানেল হেডলাইনস ত্রিপুরা আয়োজিত আয়োজিত অনুষ্ঠানে ডা. বিদ্যুৎ বড়ুয়া সরাসরি উপস্থিত থাকলেও খেতাবপ্রাপ্ত অপর বাংলাদেশী চিকিৎসক ডা. সালাউদ্দিন মো. তুষার অনলাইনে যুক্ত থেকে অংশগ্রহণ করেন। উভয়ের পক্ষ হতে তাই সশরীরে সম্মাননা গ্রহণ করেন ডা. বিদ্যুত বড়ুয়া।