ভাষাসংগ্রামী ও মুক্তিযোদ্ধা ড. হুমায়ুন কে এম এ হাই চলে গেলেন না ফেরার দেশে।
ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের মানচেস্টারের একটি হাসপাতালে বৃহস্পতিবার রাতে তিনি ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
ডা. হুমায়ুন ১৯৫২ সালে ঢাকা মেডিকেলের ছাত্র হিসেবে ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শহীদ বরকতের গুলিবিদ্ধ ছবিটি তারই ধারণ করা। মুক্তিযুদ্ধে তিনি জেড ফোর্সের চিফ মেডিকেল অফিসার ছিলেন এবং সরাসরি যুদ্ধে অংশ নেন।
ডা. হুমায়ুনের গ্রামের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণের সাততলায়।
বাংলাদেশের ওষুধশিল্পের গবেষণা, উন্নয়ন ও প্রসারে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।তিনি ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রতিষ্ঠাকালীন পরিচালক এবং পরবর্তীতে জনস্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচলক হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণের পর তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ক্যান্সার আক্রান্ত হওয়ার পর মাস দুয়েক আগে উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়।
সূত্র ঃ দৈনিক পত্রিকা