প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই, ২০২০, শনিবার
গত ১৫ জুলাই রোজ বুধবার বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একুশে পদক জয়ী অন্যতম ভাষাসৈনিক ডা. সাঈদ হায়দার (৯৫)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা’জিউন।
ডা. সাঈদ হায়দার ছিলেন প্রথম শহীদ মিনারের অন্যতম সহযোগী নকশাবিদ এবং একুশে পদক জয়ী ভাষাসৈনিক। তিনি একইসাথে একুশের চেতনা পরিষদের সহ-সভাপতি ছিলেন। গত জুন মাসে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে করোনামুক্ত হলেও নিউমোনিয়ায় আক্রান্ত হন। এরপর দীর্ঘদিন উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ডা. সাঈদ হায়দারের মতো একজন প্রকৃত নিবেদিতপ্রাণ ভাষাসংগ্রামীকে হারিয়ে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছে।