একজন ভিসি নিয়োগ হয়নি, এই জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সকল মেডিকেল কলেজের প্রফেশনাল পরীক্ষা বন্ধ রয়েছে, বন্ধ রয়েছে ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল।
তিনটা প্রফেশনাল পরীক্ষা শুরু হবার কথা ছিল ২রা মে! আমাদের দেশটা আসলেই অদ্ভুত। আরো অদ্ভূত এর বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষার মত ব্যাপার তাদের কাছে কোন গুরুত্ব নাই। একটা ক্লেরিক্যাল কাজের জন্য ভিসি নিয়োগ পর্যন্ত বসে থাকতে হয়।
মেডিকেল কলেজের পরীক্ষার সাথে পাবলিক সার্ভিস ও জড়িত। ৫ম বর্ষের পরীক্ষার্থীরা পাশ করলে তারা ইন্টার্নিশিপ এ যোগদান করে হাসপাতালে কাজ শুরু করবে। একটা মেডিকেলের রেজাল্টকে তারা কি ভেবেছেন? খেলা? তাদের কাছে খেলাই এটা। নইলে কিভাবে তাদের নিজস্ব বিভাগের পরীক্ষার ফল মাসের পর মাস পড়ে থাকে। এক সময় বছরের পর বছর রেজাল্ট হতনা।
এইটা বুঝতে হবে যে সময়মত রেজাল্ট দেয়া না হলে হাসপাতাল সার্ভিসেও শূন্যতা দেখা দেবে। হাসপাতালগুলো চালায়ই ইন্টার্নরা।
বিশ্ববিদ্যালয়ের আসলে কাজটা কি? ভিসি না থাকলে এখানে কি সব কাজ বন্ধ থাকে? সত্য হচ্ছে এইসব ভার্সিটিতে আসলে একাডেমিক কার্যক্রম বলে কিছু নাই, গবেষনাতো দূরের কথা। বিশ্বের ২০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় এদের নাম থাকেনা। কেন থাকেনা এবার বুঝা গেল? এতদিনেও ভিসি নিয়োগ হয়না কেন? নিশ্চয় এই পদের জন্য ইঁদুর দৌড় চলছে। ইঁদুর দৌড়ের মাধ্যমে যারা ভিসি হন, তারা বড় জোর বিড়াল হতে পারেন, বাঘ নয়।
আমাদের আকাংক্ষা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার কেন্দ্রবিন্দু হোক, এবং শিক্ষাই হোক তাদের ১ নং প্রায়রিটি।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২২তম উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজউদ্দিন ও ১২তম উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানের মেয়াদ শেষ হয়েছে গত ১৯ মার্চ।
লিখেছেনঃ ডা. আহমেদ লিংকন
১৯ মার্চ এ মেয়াদ শেষ ছিল?! 😉
student gular ato voganti hocce..but karo kono matha batha e nai…@@@
ভিসি তো নিয়োগ পেয়েছে জানতাম। অফিস ও শুরু করেছেন জেনেছিলাম।
কবে নিয়োগ হয়েছে বলে শুনেছেন?
সপ্তাহখানেক আগে
সপ্তাহ খানেক আগে তো রাষ্ট্রপতি ই দেশে ছিলো না,,,আর রাষ্ট্রপতি ছাড়া ভিসি নিয়োগ হয় না?
Wasif Hossen তারিখের ব্যাপারে আমি নিশ্চিত নই। সপ্তাহ খানেক আগে আমি শুনেছি MIS এর ডিরেক্টর স্যারের কাছে।
তিনি সম্ভবত পদত্যাগ করেছেন #Opu ভাই
আসলেই? কেন?
Why ? Keno podottag korse?
সঠিক কারণ জানিনা ভাই, রাবি’র কিছু স্টুডেন্টদের থেকে শুনলাম
ভিসির মেয়াদ শেষ হওয়ায় গত ২০/০৩/১৭ থেকে ভিসিশুণ্য রাবি।
Nasrin Akter Keya
Sheikh Lutfur Rahman Tushar
কখন হবে তার ও কোন নির্দেশনা নাই
Tension nis nahh
দোয়া করিস ?
Mehzabeen Bidushi
Bondho as in?
Nai oder
Ase. Gadha
na nai
রাজশাহী মেডিক্যাল কলেজকেই না,ইউনিভারসিটিতে উন্নিত করছে?
এবং প্রফেসর মাসুম হাবিব স্যারকে ভিসি হিসাবে নিয়োগ দিছে।
স্যারত দেশে আাছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ আর রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আলাদা প্রতিষ্ঠান।
taholeo RMC R.U. er Faculty of Medicine er odhin e hobar kotha.
রাজশাহী , রংপুর , খুলনা বিভাগের সব মেডিক্যাল কলেজগুলো রাবি’র মেডিসিশন ফ্যাকাল্টির আওতাভূক্ত। সামনের দিনে হয়তবা RMU এর আওতাভুক্ত হতে পারে!
আমি এর ভিক্টিম। প্রফের টাইমে ঘরে বসে আছি। 🙁
dst prof dite eto iccha krle amr frnsic wrtn ta klke pls diya ja ??
দোস্ত দিতে তো হবেই।। সময় মত দিতাম আর কি 🙁
আতেলনী?
akta proof medical student der jonno koto important r koto ta tns ar era keu bujtese na….:'( :'(
সেশন জটে পরবো এবার ?
🙁
VC nai bole chhatro ra suffer korbe keno? Keu ki in – change o nai? Ei loksan er dai ke nibe?
hashokor,its possible only bd
keu ki nei ei onachar dekhar jonnyo jodi kothati sottyo hoi
but xm er at least 15-20 din agey routine dea uchit.
asoleii
হাস্যকর ব্যাপার
অদ্ভুত নিয়ম।
ভিসি কবে জয়েন করবে?
In charge VC bose bose ki kore????????????
Dunia r faltu university…..
Nonsense
Intern rao certificate pacche na..upcoming dr der final prof er result hocche na.they are also suffering
ভালোই তো । প্যারামুক্ত । ?
রাজশাহী ভারসিটি একটি মহা অলস 🙂
এ কথাতো আগে কোনদিন শুনিনি। কোনদিকে এগিয়ে যাচ্ছি বুঝতে পারছিনা!!!!!
Fatema Tuz Zannat Srity
Kushal Alam :'( 🙁
:’)
Sarmeen Haque ghotona ta ki ?
Fatema Yeasmin Auria is it true????
yes….examinee r passing uncertain days…probably new vc will come soon.& final prof result also delayed…
মশকরা পাইছে??? রেজাল্ট দেয় না, পরীক্ষা দিয়েছি কতদিন হয়ে গেল। এতদিন টেনশনে কি করে থাকা যায়??
ভিসির বিচি নাই বলে কি আর কারোর নাই?? তার জন্য কেন পরীক্ষা, রেজাল্ট স্থগিত থাকবে?? স্টুডেন্টদের এই ক্ষতি কিভাবে পোষাবে?
এমনিতেই মেডিকেল এর পড়ালেখার সিস্টেম টাই অদ্ভূত লাগে আমার কাছে?? তার উপর আবার নতুন অদ্ভূত সব কান্ডকারখানা।
স্বাস্থ্য মন্ত্রী হাফ ডাক্তার?? SACMO বলা যায়??
ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাস করে ব্যবসা।
অদ্ভূত অদ্ভূত সব কান্ড?
নতুন ভিসি আবদুস সোবহান স্যার ।।।
?????!!!!!!!!