২ মার্চ ২০২০: গতকাল মার্চের ১ তারিখে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ভূঞাপুর উপজেলা প্রাঙ্গনে ভিক্ষুকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে চিকিৎসা সেবা দেন ডা. আল মামুন এবং ডা. আল হাদী মুহাম্মদ।
উল্লেখ্য “ভিক্ষুক পুনর্বাসন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচী” বাস্তবায়নের অংশ হিসেবে ভূঞাপুর উপজেলায় ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে ভিক্ষুক বাছাই কর্যক্রম উপলক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। এখানে উপস্থিত ভিক্ষুকদের মাঝে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা এবং আনুষাঙ্গিক ওষুধ প্রদান করা হয়।
সেই সাথে ১লা মার্চকে ”প্রথম জাতীয় বীমা দিবস” হিসেবেও পালন করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান (ছোট মনির)।
বিশেষ অতিথি ছিলেন উক্ত উপজেলার চেয়ারম্যান মো. আব্দুল হালিম এডভোকেট। আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দীন আহম্মেদ, উপজেলার ভাইস চেয়ারম্যান, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ।
উক্ত সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নাছরীন পারভীন।