রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
উপকূলে জেলা ভোলার মনপুরা উপজেলায় ১৬ ফেব্রুয়ারি দিনব্যাপী বিনামূল্যে ‘মানসিক স্বাস্থ্য ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৯ টা থেকে দিনব্যাপী উপজেলার হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ মানসিক স্বাস্থ্য ক্যাম্পের কার্যক্রম চলে।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিকস- এর উদ্যোগে দেশব্যাপী আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. কবির সোহেলের তত্ত্বাবধানে এ চিকিৎসা ক্যাম্পে ঢাকা থেকে আগত ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক এ স্বাস্থ্য সেবা দেন।
এ ক্যাম্পে মনপুরার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা রোগীরদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরাও চিকিৎসা সেবা গ্রহন করেন। চিকিৎসা নিতে আসা রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ দেয়া হয়।
প্ল্যাটফর্ম/