৬ জানুয়ারি,২০১৯, রোববার।
আজ রোববার বিকাল ৫টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে, নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নাম প্রকাশ করেছেন, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ।
বাংলাদেশের ইতিহাসে এভাবে আগে কখনও মন্ত্রিসভার সদস্যদের নাম, শপথের আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হয়নি। পূর্বে দেখা গেছে, মন্ত্রীসভায় কারা থাকছেন তাদের চূড়ান্ত তালিকা জানতে শপথ পর্যন্ত অপেক্ষা করতে হত।
এদিকে মন্ত্রীপরিষদ বিভাগ শপথের জন্য সকল প্রকার প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছে। সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠান হবে বলে আগেই ঘোষণা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে স্থান পাচ্ছেন ডা. মুরাদ হাসান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছেন ডা. এনামুর রহমান। ঢাকার সাভার আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য। ২০১৩ সালের এপ্রিলে সাভারের রানা প্লাজা ধসের পর আহতদের চিকিৎসা সেবা দিয়ে আলোচনায় আসে তার নামের ‘এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল’।
শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি এবং দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী।
আরও বিস্তারিত আসছে…………