লেখকঃ হিমেল বিশ্বাস,
একটা অনেক বড় হবার স্বপ্ন, অনেকপরিশ্রম আর চেষ্টা, অনেকগুলো পরিচিত প্রিয় মুখের হাসি, স্বপ্নমুখর আড্ডাপ্রান দিন……… কিন্তু হঠাত ছোট একটা দুর্ঘটনা, হাসপাতালের বেডে শুয়ে শুধুই দিনগোনা, প্রিয়ময়ানুষ আর মুখগুলোর প্রবল আকুতি, সবার ছোট ছোট মিলিত চেষ্টার অনেক বড় ফল… ফিরে আসবে ত্বকী।
ত্বকীকে আমরা আবার ফিরিয়ে আনতে চাই আমাদের লাইব্রেরীতে, বোলারের বুক কাপানো খেলার মাঠে,ওর বন্ধুদের আড্ডাবাজিতে…
ছোট বেলায় পড়েছিলাম “ছোট ছোট বালুকনা, বিন্দু বিন্দু জল; গড়ে তোলে মহাদেশ, সাগর অতল” কথাটা আমরা একটু কি প্রমান করে দেখাতে পারি না? আমাদের এই ছোট ভাইটির জন্য… অন্তত একটা বার প্রমান করে দেই, আমরা পারি, চেষ্টা করলেই আমরা পারি…প্রয়োজন শুধু সকলের সহযোগীতা…নাকি আমরা আসলে ভুল পড়েছিলাম…