প্ল্যাটফর্ম নিউজ, ১৬ ডিসেম্বর, ২০২০, বুধবার
আজ ১৬ ডিসেম্বর, বুধবার ভোরবেলা ৪৯ তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্যেমে শ্রদ্ধা নিবেদন করেন দেশের চিকিৎসা শিক্ষার্থী ও চিকিৎসকদের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দ।
‘পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
জ্বলন্ত ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে,
নতুন নিশান উড়িয়ে,
দামামা বাজিয়ে দিগ্বিদিক এই বাংলায়
তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা…।’
কবি শামসুর রাহমানের এই কবিতা একাত্তর সালের এই দিনে সত্যি হয়ে দেখা দিয়েছিল বাঙালি জাতির জীবনে। ৪৯ বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে এক সাগর রক্তের বিনিময়ে দীর্ঘ নয় মাস বিভীষিকাময় সময়ের পরিসমাপ্তির মধ্যেমে ১৬ই ডিসেম্বরে এসেছিল বাংলার স্বাধীনতা।
আজ ১৬ ডিসেম্বর এই মহান বিজয় দিবসে তাই যাদের জীবনের ত্যাগের বিনিময়ে আমাদের এই সোনার বাংলাদেশের মুক্ত বাতাসে স্বাধীনভাবে আমরা বেঁচে আছি, তাঁদের স্মরণে দেশের চিকিৎসা শিক্ষার্থী ও চিকিৎসকদের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দ সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
আজ ভোরে যারা এই পুষ্পস্তবক বিতরণে প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির যে সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন তাঁরা হলেনঃ
নাজমুল আবেদীন নাসিব – সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ
হাসান মাহমুদ মিশু – কার্যনির্বাহী সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ
তানজিলা রিমি – সাংগঠনিক সম্পাদক, ঢাকা উত্তর জোনাল পরিষদ
শোয়েব আহমেদ – সহকারী সাংগঠনিক সম্পাদক, ঢাকা উত্তর জোনাল পরিষদ।
তাওহীদুল এহছান তানভীর- এক্টিভিস্ট
পারভেজ মাহমুদ – এক্টিভিস্ট
জাহিদুল ইসলাম – এক্টিভিস্ট
১৯৭১ সালের দীর্ঘ ৯ মাসের রক্তাক্ত যুদ্ধের পর আজকের দিনে রেসকোর্স ময়দানে পাকিস্তানি সৈন্যবাহিনী আত্মসমর্পণের মাধ্যমে শুরু হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পথচলা।
তাইতো আমরা বাংলাদেশকে নিয়ে গর্ব করে বলি- সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।