প্ল্যাটফর্ম নিউজ, ২৪ আগস্ট, ২০২১, মঙ্গলবার
মাতৃদুগ্ধ পানে সহায়তায় বিশ্বের ৯৮ দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করলো বাংলাদেশ। ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং ট্রেন্ডস ইনিশিয়েটিভ (ডব্লিউবিটিআই) গত ২৩শে আগস্ট সোমবার এ বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করে।
৯১ দশমিক ৫ স্কোর নিয়ে তালিকাটিতে প্রথম হয়েছে বাংলাদেশ। ডব্লিউবিটিআই জানিয়েছে, নীতিমালা ও কর্মসূচির সূচকে বাংলাদেশ তথ্য সহায়তায় ১০, নবজাতককে খাওয়ানো ও এইচআইভিতে ১০, কমিউনিটি সম্পৃক্ততায় ১০, মায়েদের সহায়তা এবং জরুরি অবস্থায় নবজাতককে খাওয়ানোয় ১০ এবং পর্যবেক্ষণ ও মূল্যায়নে ১০, আন্তর্জাতিক কোড বাস্তবায়নে ৯, স্বাস্থ্য ও পুষ্টি যত্নের পদ্ধতিতে ৯, মাতৃত্ব সুরক্ষায় ৮ দশমিক ৫, শিশুবান্ধব হাসপাতালের উদ্যোগে ৮,
জাতীয় নীতি, কর্মসূচি ও সমন্বয়ে ৭ পেয়েছে।
বাংলাদেশের পরেই ৯১ স্কোর নিয়ে শ্রীলঙ্কা আছে দ্বিতীয় অবস্থানে। ডব্লিউবিটিআই ১০টি সূচক ও কর্মসূচির ওপর ভিত্তি করে দেশগুলোকে লাল, হলুদ, নীল ও সবুজ রঙের মর্যাদা দেয়। বাংলাদেশ এ ক্ষেত্রে ‘সবুজ জাতির’ মর্যাদা অর্জন করেছে।
ডব্লিউবিটিআইয়ের বৈশ্বিক সমন্বয়ক অরুণ গুপ্তা বলেছেন, “বাংলাদেশের এ অর্জন ২০০৫ সাল থেকে প্রচেষ্টার ফসল। এ অর্জন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে মা ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির প্রতি সরকারের উচ্চমাত্রার অঙ্গীকারের প্রতিফলন।”
তালিকায় সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে লিবিয়া। তাদের স্কোর ১৯। প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ৭৯তম, তাদের স্কোর ৪৫। এ ছাড়া ৪০ দশমিক ৫ স্কোর নিয়ে যুক্তরাষ্ট্র আছে ৮৬তম অবস্থানে।