নিজস্ব প্রতিবেদক,
২৮ মার্চ, ২০২০
কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়ার হার বাড়ছে প্রতিদিনই। প্রতিদিনই গতি বাড়ছে করোনা ভাইরাস বা সার্স করোনা ভাইরাস-২ এর। বিশ্বজুড়ে নতুন আক্রান্তের সংখ্যার হার বাড়ছে দ্রুতগতিতে। চীন থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত প্রথম ১ লাখ মানুষ আক্রান্ত হয়েছিল ৬৭ দিনে। দ্বিতীয় ১ লাখ মানুষ আক্রান্ত হয়েছিল মাত্র ১২ দিনে, তৃতীয় ১ লাখ মানুষ মাত্র ৪ দিনে, চতুর্থ ১ লাখ মানুষ ৪ দিনেরও কম সময়ে, পঞ্চম ১ লাখ মানুষ ৩ দিনে আর এবার ২ দিনেই নতুন আক্রান্ত আরো ১ লাখেরও বেশি মানুষ। ২৬ শে মার্চে আক্রান্ত ছাড়িয়েছিল ৫ লাখ অথচ ২৮শে মার্চ শেষ হবার আগেই তা ৬ লাখ পেড়িয়ে গেছে। যে দ্রুতগতিতে নোভেল করোনা ভাইরাস নামে পরিচিত এ সার্স করোনা ভাইরাস ছড়াচ্ছে তাতে আক্রান্তের সংখ্যা কোথায় গিয়ে থামবে তা বলা মুশকিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, আক্রান্তের সংখ্যা কমাতে সোশ্যাল ডিসট্যন্সিং বা সামাজিক দূরত্বের কোন বিকল্প নেই। ভাইরাস টি যাতে না ছড়াতে পারে, তার জন্যে পরস্পর থেকে দূরত্ব বজায় রেখে চলাচল বা চলাচল সীমিত করা হয়েছে অনেক দেশেই। বাংলাদেশেও সরকার এর ছড়িয়ে পড়া রোধ করতে স্কুল-কলেজ,অফিস বন্ধ রাখার পাশাপাশি রাস্তাঘাটে চলাচল সীমিত করেছে। কোভিড-১৯ ব্যাপকভাবে ছড়িয়ে পড়া রোধ করতে তাই সরকারের উদ্যোগের পাশাপাশি জনগণের অংশগ্রহণ খুবই জরুরী।