সম্প্রতি সেগুনবাগিচা প্রফেসর আখতার ইমাম অডিটোরিয়াম মিলনায়তনে আলোকিত বাংলার মুখ আয়োজিত হল বর্তমান সরকারের আমলে নারী সমাজের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক আলোচনা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ আবু কাউসার মোঃ দবিরুশ্বান।
উক্ত অনুষ্ঠানে মাদার তেরেসা গোল্ড এওয়ার্ড গ্রহণ করেছেন অধ্যাপক ডা. এ. ইউ.এম.মহসিন,বিভাগীয় প্রধান ও অধ্যাপক প্যাথলজি বিভাগ,এম এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ।ক্যান্সার সচেতনতা ও চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য বিচারপতির থেকে এই এওয়ার্ড গ্রহণ করছেন।
প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে স্যারকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
Next Post
রেসিডেন্সির জন্য এনাটমীঃ যা পড়বেন।
Sat Aug 5 , 2017
এটি একটি ১০০% মেডিকেলীয় পোস্ট।আমি এনাটমি নিয়ে কিছু লিখা লিখেছিলাম রেসিডেন্সি পরীক্ষার জন্যে এবং সেগুলো কিছু গ্রুপে শেয়ার করেছি, কিন্তু ওগুলো কালের গহ্বরে হারিয়ে গেছে নিজেও খুঁজে পাচ্ছি না। অনেকেই ইনবক্সে রিকোয়েস্ট করেছেন পোস্টগুলোর জন্যে। কেউ ইচ্ছে করলে শেয়ার করে নিজের টাইমলাইনেও রাখতে পারেন। ৬ টি পার্ট আছে ,আজ একে […]
