প্ল্যাটফর্ম নিউজ, ১৬ নভেম্বর, ২০২১, মঙ্গলবার
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা অভিযোগ করেন, তারা গত ১৩ নভেম্বর রোগীর স্বজন ও ভারাটে দুবৃত্তদের দ্বারা হামলার শিকার হোন।
ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়,
“গত ১৩.১১.২১ তারিখে রাত ৮.০০টা নাগাদ ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও হাসপাতাল নওদাপাড়া, রাজশাহী শাখার গাইনী বিভাগে এক রোগীর অকস্মাৎ মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনরা কিছু ভারাটে দুবৃত্তদের সাহায্যে মেডিকেলের সকল বিভাগের ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেলের কর্মচারীদের উপর অতর্কিত হামলা চালায়, কয়েকজন ইন্টার্নকে মারধর করে, হাসপাতাল ভাংচুর করে, এমনকি গুলি করে মেরে ফেলার হুমকি দেয়।
এমতাবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়।
তারই প্রেক্ষিতে সকল বিভাগের ইন্টার্ন চিকিৎসকগন ১৪.১১.২১ তারিখ হতে তাদের ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে ও ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে অনির্দিষ্ট কালের কর্মবিরতিতে যায়।
প্রতিবার নানান বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের মিথ্যা আশ্বাসে ইন্টার্নরা দ্বিধায় না পড়ে যখন তাদের আন্দোলনে অটল থাকে, ঠিক তখনি হাসপাতাল প্রশাসন নানান হুমকি-ধামকির মাধ্যমে ইন্টার্ন দের ডিউটিতে ফেরত যেতে বাধ্য করার চেষ্টা করে।
এমতাবস্থায় আমরা আজ অসহায়, আমরা জানি না এর শেষ কোথায়!
এমনও বলা হয়েছে আমাদের যে, “সেবা করতে এসেছো মার তো খেতে হতেই পারে!”
এই কি তাহলে সেবার সম্মান?
এই কি তাহলে একজন ডাক্তারের সম্মান?
আর কত মার খেলে ডাক্তার সমাজ এক হবে?
আর কত ডাক্তারের সম্মানহানি হলে ডাক্তার সমাজের সম্মানে আঘাত লাগবে?
এভাবে চলতে থাকলে বাংলাদেশ হয়তো ডাক্তার শূণ্য হতে আর খুব বেশি দেরী নেই!”
তারা দ্রুত এই ঘটনার সুষ্ঠু বিচার ও কর্মক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে গত ২ দিন যাবত কর্মবিরতি পালন করছেন।