২০০১ সাল। তখন ফার্স্ট ইয়ারে পড়ি। দুপুরে ডাইনিংয়ে খেয়ে রুমে এসে শু’তে যাব এমন সময় ৩৭ব্যাচের ‘কামরুল’ ভাই একটা চিঠি নিয়ে আসলেন। আমেরিকার চিঠি। নামে মিল থাকায় পোস্টম্যান ভুল করে চিঠিটা উনাকে দিয়ে গেছেন। আমেরিকা থেকে আমাকে কে চিঠি লিখবে?! এই চিঠি আমার না বলে উনাকে ফেরত দিতে যাব এমন সময় হঠাৎ চোখে পড়ল খামের এক কোণায় ছোট করে A. C. Guyton লেখা। মনে পড়ল, মাসখানেক আগে ফিজিওলজি CVS কার্ড ফাইনাল দিয়ে হল থেকে বের হয়েই কলেজের পোস্ট-অফিস থেকে গাইটনের উদ্দেশ্যে একটা চিঠি পাঠিয়ে ছিলাম। তখন কে জানত উনি ঠিকই সেই চিঠির উত্তর দিবেন! কাঁপা কাঁপা হাতে খামটা খুলে চিঠিটা বের করলাম। ঘুমাতে যাচ্ছিলাম, উত্তেজনায় আমার ঘুম উধাও হয়ে গেল। ইউনিভার্সিটির প্যাডে হাতে লেখা চিঠির শুরুটা এরকম- “Dear Dr. Kamrul, Thank you for your letter. I wish I could answer….”. বাংলাদেশের মত পৃথিবীর অপর প্রান্তের এক অপরিচিত দেশ থেকে মেডিকেল ফার্স্ট ইয়ারের এক ছাত্র তাঁকে চিঠি লিখেছে আর তার উত্তরে তিনি তাকে সম্বোধন করছেন ‘Dear Dr. Kamrul’ বলে। তাঁর মহানুভবতায় আমি অভিভূত হয়ে গেলাম। আমার চিঠিতে একটা প্রশ্ন ছিল, উনি মূলত সেটারই উত্তর দিয়েছেন। চিঠি পোস্ট করার মাত্র ১মাস ৫দিনের মাথায় আমি তাঁর উত্তর হাতে পাই। তাঁর চিঠি রাতারাতি আমাকে মাসুম থেকে ‘গাইটন-মাসুম’ এ পরিণত করল।
রেসিডেন্সিতে থাকা অবস্থায় গাইটন পোলিওতে আক্রান্ত হন। ফলস্বরূপ কার্ডিওথোরাসিক সার্জারি বাদ দিয়ে পরবর্তীতে তিনি ফিজিওলজিকে ক্যারিয়ার হিসেবে বেছে নেন। প্যারালাইজড হাত-পা নিয়েও টানা ৪০বছর তিনি তাঁর ফিজিওলজি টেক্স্ট বুক একাই রচনা ও পরিমার্জনা করেছেন। গাইটনের বই ফিজিওলজিতে সারা পৃথিবীতেই সর্বাধিক বিক্রিত মেডিকেল টেক্স্ট বুক। ২০০৩ সালের এই দিনে এই মহাত্মা কার এক্সিডেন্ট-এ মৃত্যু বরণ করেন। তাঁর স্মৃতির প্রতি অপরিসীম শ্রদ্ধা।
লেখক ঃ ডাঃ কামরুল ইসলাম মাসুম
but question ta e ba ki silo?r answer tai ba ki silo
Kamrul Islam Masum
question টা সম্ভবত ছিল, মানুষ ছাড়া অন্য প্রানীর রক্ত মানুষকে দেয়া যাবে কিনা? এই টাইপ। ভাইয়া অবশ্য ভাল বলতে পারবে, বলে রাখি গাইটনের সেই হাতের লেখা খুব কম মানুষই পড়তে পারছে। 🙂
wow pl share that letter
already shared in platform, although print isn’t clear.
already shared in platform, although print isn’t clear.
vaia, link ta deya jabe??
হুম ভাইয়া লেটার টার লিঙ্ক
yes link pl.
???? Letter ?
really a lucky person
it says,
Dear Dr.kamrul,
Thank you for your letter.
I wish i could answer your question completely, but a partial answer is:
as you know, no two persons or no two animals have exactly the same genes, therfore, mixing tissues in live organisms can always cause abnormal chemical reaction or abnormal formation of antibodies that can be lethal to the other animal, also, greater the difference between the animals, the greater is the lethality.
thus, the rabbit and man are exactly different frim each other, so that, the responses of the species to antigens would be expected to be much different — even causing death in one species sometimes but not in the other species.
Thank you again for your interest.
Arthur C. Guyton
correction about the question, it was— why same organism cause different response in different species like v.cholerae causing cholera in human and no disease in rabbit!
???
প্রশ্নটা কিন্তু ‘গাইটন’ থেকে ছিল না, তবুও তিনি উত্তর দিয়েছেন। এবং তাঁর উত্তরের ভাষা দেখুন, তিনি বলতে পারতেন ”Answer to your question is” না বলে বললেন “I wish I could (!) answer your question completely but a partial answer is…”। একজন এমেরিটাস প্রফেসর ও ফ্যাকাল্টির ডিন বলছেন এই কথা! বিনয় কাকে বলে!
এউনি তো আর বাংলাদেশের ব্যস্ত প্রফেসর”” না আবার খুব একটা ভিআইপি ()! ব্যক্তিও না,তাই বিনয়ের সাথে একজন মেডিকেল স্টুডেন্ট এর জানার আগ্রহ গুরুত্বের সাথে নিয়েছেন।