প্ল্যাটফর্ম নিউজ
রবিবার, ১৯শে এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ
রোগী তার ইতিহাস গোপন এবং সন্দেহজনক রোগীর চিকিৎসা দেয়ার কারণে ইতোমধ্যেই মিটফোর্ড হাসপাতালে গাইনী, মেডিসিন ও সার্জারী বিভাগ মিলিয়ে ১১ জন চিকিৎসক, নার্স ও এমএলএসএস সহ মোট ২২ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শামিল হয়েছেন সদ্য ফাইনাল প্রফ পাশ করে যাওয়া দুইজন ইন্টার্ন চিকিৎসক।
গতকাল গাইনী ইউনিট ৩ এর একজন ইন্টার্ন চিকিৎসক কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর আজ টেস্ট রেজাল্টে পজিটিভ আসে গাইনী ইউনিট-৫ এর আরেকজন ইন্টার্ন চিকিৎসক। এ নিয়ে মিটফোর্ড হাসপাতালের মোট আক্রান্ত ইন্টার্ন চিকিৎসকের সংখ্যা দুই জন।
চিকিৎসকেরা একের পর এক আক্রান্ত হলেও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে নেয়া হয় নি কোনরূপ কোয়ারেন্টাইন বা আইসোলেশনের ব্যবস্থা। এ প্রসঙ্গে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুন নবী’র সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানান।
ডা. সজীব কুমার ঘোষ
নিজস্ব প্রতিবেদক