শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
একাডেমিক শাটডাউন ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলাকালীন সময়ে এবার স্বয়ার ফার্মাসিউটিক্যাসল লিমিটেডকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে অবাঞ্ছিত ঘোষণার ডাক দেওয়া হয়েছে। আজ (২৮ ফেব্রুয়ারি) ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীদের এক বিশেষ বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি প্রচারিত একটি ভিডিওতে অতি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর কতিপয় দায়িত্বশীল প্রতিনিধির উপস্থিতি তে ম্যাটস/মেডিকেল এসিস্ট্যান্ট দের একটি সেমিনার আয়োজন করা হয়েছে। এই সেমিনারে এডভোকেট শিশির মনির মেডিকেল এসিস্ট্যান্টদের ডিপ্লোমা ডাক্তার বলে সম্বোধন করেন এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস তাদের সাথে একাত্মতা প্রকাশ করে বর্তমানে এবং ভবিষ্যতে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যাক্ত করে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতাল জনগণের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
এমতাবস্থায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এহেন ভুল তথ্য প্রচার এবং নৈতিকতা বিবর্জিত প্রচেষ্টা দেশের চিকিৎসক সমাজের মর্যাদাকে ক্ষুণ্ণ করে। এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং আমরা এর তীব্র নিন্দা জানাই।
এমতাবস্থায়, আগামী ১মার্চ, ২০২৫ থেকে সংশ্লিষ্ট স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো। সকল চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের এই কোম্পানির সাথে পেশাগত দূরত্ব বজায় রাখার অনুরোধ জানানো হচ্ছে।”
প্ল্যাটফর্ম/এমইউএএস