আজ ৫ই ফেব্রুয়ারি,২০১৮ ।
গতকাল ছিল বিশ্ব ক্যান্সার দিবস। প্রতি বছর অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও, এই দিবসটি পালন করার উদ্দেশ্যে
ক্যান্সার সচেতনতা , প্রাথমিক অবস্থায় ক্যান্সার সনাক্তকরণ আর প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষদের বিভিন্ন আলোচনা আর শোভাযাত্রার মাধ্যমে অবহিত করা হয় ।
দিবসটি পালনে ও সাধারণ জনগণকে সচেতনতার লক্ষ্যে বাংলাদেশের ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনদেরও ছিলো বিশেষ আয়োজন। তাই ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালের ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের আয়োজনে গতকাল ছিল ‘মুখের ক্যান্সার’ বিষয়ক সচেতনতা কার্যক্রম।
সকাল ৮.৩০ মিনিটে কলেজ প্রাঙ্গনে, ঢাডেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আবুল কালাম ব্যাপারী, ও.এম.এস বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইসমত আরা হায়দার লিটা , ঢাডেক হাসপাতাল পরিচালক ডা. জাহিদুল ইসলাম, ঢাডেক শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,ইন্টার্ন চিকিৎসক,পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি , কলেজ ও হাসপাতাল কর্মচারী ও ও.এম.এস বিভাগের চিকিৎসা নিতে আসা রোগীরা একটি র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালি শেষে কলেজ অডিটেরিয়ামে মুখের ক্যান্সার বিষয়ক সেমিনার আয়োজনের মাধ্যমে সর্বস্তরে মুখের ক্যন্সার বিষয়ক সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
তথ্য ও ছবি : ডা: রুহুল আমিন , ডা. সাবরিনা নাসির ও ডা.সাবরিনা ফরিদা চৌধুরী -প্ল্যাটফর্ম ডেন্টাল উইং ।