মুখের ভিতরে গালের দিকে বা ঠোটের ভিতরের দিকে ছোট ক্ষত,সাথে অনেক ব্যাথা, কখনো হয় নাই এমন কেউ কি আছে?
একে ডাক্তারি ভাষায় বলে এপথাস আলসার।
কেন হয়?
সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে দেখা গেছে, কিছু অবস্থায় এটা বেশী হয়। যেমনঃ
— অতিরিক্ত মানসিক চাপে থাকা
–শারীরিক অসুস্থতার পরে
–ঘুম না হলে
–শরীরে আয়রন ও ফলিক এসিড কমে গেলে
–মেয়েদের ঋতু স্রাবের সময়
চিকিৎসাঃ এটি চিকিৎসা ছাড়াও ১-২ সপ্তাহের মধ্যে ভাল হয়ে যায়। তনে, চিকিৎসা নিলে স্থায়িত্ব কম হয় আর,উপশমও হয়।
— মুখ পরিষ্কার রাখুন। Mouthwash ব্যবহার করুন
–ঘা থাকা অবস্থায় ঝাল খাবার পরিহার করুন
– Trialon oral paste or, apsol oral paste আলসারের উপর ব্যবহার করুন।
সুস্থ থাকুন।
ডা. আজমিরী বিনতে আসলাম,
ফেসবুক সংযোগঃ Health Tips By Dr. Azmiree
few days ago, i also faced this prblm. bt coz ta actually clear na. r kivabe totally valo thaka jabe frm this prblm????
ভাইটামিন বি১২ এর ঘাটতিতে যেহেতু ফলেট ট্র্যাপ হয়, তাহলে বি১২ এর ঘাটতি এর জন্যও তো এটা হতে পারে।
immunological disorder.
bt kivabe eta theke totally free thaka jabe???
cause unknown… but amlexanox(trade name apsol) cream can cure it, but the mechanism of this drug also unknown. vit B1,6,12 def. can b one of the cause, but it’s an immunological disorder.
tnx a lot vaia..
I often face this disease.I always keep my mouth clean.but even after that i have this problem once per two month.what to do?