প্ল্যাটফর্ম নিউজ
শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ
সম্প্রতি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ হাসান যিনি কিনা নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নানা কোভিড-১৯ এ আক্রান্ত হন। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান নিশ্চিত করেছেন- ” খুমেকের চিকিৎসক ডা. মাসুদ হাসানকে নিয়ে বিমান বাহিনীর হেলিকপ্টার ঢাকায় পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যে তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে। হাসপাতালের এ্যাম্বুলেন্সে তাঁকে তেজগাঁও এয়ারপোর্ট থেকে মুগদা হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।”
উল্লেখ্য, কয়েকদিন আগে খুলনা মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর মেশিনে নমুনা পরীক্ষা করেই তাঁর করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। আজ ২৩শে এপ্রিল, ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর জেলা প্রশাসক কার্যালয়, খুলনা থেকে একটি প্রেস রিলিজ এর মাধ্যমে ডা. মাসুদ হাসানকে এয়ার এ্যাম্বুলেন্স এর সাহায্যে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী