সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫
স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।’
সোমবার (০৭ এপ্রিল) বেলা আড়াইটার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত আলোচনা সভা শেষে এসব কথা বলেন তিনি।
মুন্সীগঞ্জ ঢাকার সবচেয়ে কাছে, কিন্তু কিছু কিছু কাজ এখনও হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অবহেলিত একটি এলাকা ছিল এই জেলা। এখানে কীভাবে আমরা অল্প সময়ের মধ্যে কিছু কাজ করতে পারি, এ জন্য কয়েকজন উপদেষ্টা, সচিবসহ আমরা সবাই সমবেত হয়েছি। ইতিমধ্যে মেডিক্যাল কলেজ স্থাপনের জায়গা নির্ধারণ করা হয়ে গেছে। তবে এ জেলায় বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে এখনও কোনও আলোচনা হয়নি। আগে মেডিক্যাল কলেজের কাজ শেষ করে এরপর বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করা হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘শ্রীনগর থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত চার লেন সড়ক করার জন্য আলোচনা হয়েছে। এটি হয়তো খুব তাড়াতাড়ি করা সম্ভব।’
জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
এর আগে মুন্সীগঞ্জের প্রত্নতাত্ত্বিকসহ বিভিন্ন দর্শনীয় স্থান ও স্থাপনা ভ্রমণের সুবিধার জন্য ‘প্রত্নকথা’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বইটির মোড়ক উন্মোচন করা হয়। ভ্রমণ বইটির সম্পাদনা ও প্রকাশ করেছে জেলা প্রশাসন।
প্ল্যাটফর্ম/এমইউএএস