প্ল্যাটফর্ম নিউজ
বুধবার, ২৯ শে এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ
করোনা ভাইরাস পরিস্থিতিতে ঝুঁকির মুখে রয়েছেন প্রবীণরা। তবে একজন চিকিৎসক হওয়ায় সর্বোচ্চ ঝুঁকির মধ্যে থেকেও সেবা কার্যক্রম থেকে নিজেকে দূরে রাখতে চান না ফ্রান্সের প্রবীণতম চিকিৎসক ৯৮ বছর বয়সী ডা. ক্রিস্টিয়ান। প্রতি সপ্তাহেই ফ্রান্সের এক বৃদ্ধাশ্রমে থাকা প্রবীণদের সেবা দিতে যান তিনি। বৃদ্ধাশ্রমে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন – “এমন মহামারীর মত সময়ে তাদের একা ফেলে দেয়া উচিত নয়। এখন পর্যন্ত এই বৃদ্ধাশ্রমে কোভিড-১৯ এ কেউ আক্রান্ত হন নি, তবে একজনও আক্রান্ত হলে পরিণতি হবে ভয়াবহ।” নিয়মিত বৃদ্ধাশ্রমে যাওয়ার পাশাপাশি রোগীদের জন্য “ভার্চুয়াল কনসাল্টেশন” সেবাও চালু রেখেছেন তিনি।
উল্লেখ্য, গত ৭০ বছর যাবত “জেনারেল প্র্যাকটিশনার” হিসেবে সেবা দিয়ে আসছেন ফ্রান্সের প্রবীতম এই চিকিৎসক ডা. ক্রিস্টিয়ান।
নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী