রবিবার, ১৬ মার্চ, ২০২৫
গাজীপুরের শ্রীপুরে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের (ডিএমএফ) অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু হয়েছে। জানা গেছে, চিকিৎসা প্রদান করেছেন মতিনুর বেগম মালা; যিনি পেশায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! কিন্তু প্রতারণার আশ্রয় নিয়ে বছরের পর বছর রোগীদের চিকিৎসা প্রদান করছেন। তার অপচিকিৎসার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন অনেকে।
সবশেষ মতিনুর বেগম মালার অপ চিকিৎসার শিকার হয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে! আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট অনুযায়ি, শিশুটি মাতৃগর্ভে ম্যালপজিশনে ছিল। এমন অবস্থায় শিশুটিকে মাতৃগর্ভ থেকে বের করতে সিজার করা জরুরি। এমনকি শিশুটির পরিবারের জোরাজুরির পরেও সে নরমাল ডেলিভারি করানোর চেষ্টা করেন। ফলাফল – নবজাতকের মৃত্যু।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে স্থানীয় অনেকেই তার বিরুদ্ধে অভিযোগ করতে দেখা গেছে। স্থানীয়দের ভাষ্য, এই কথিত ডাক্তার (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট) দীর্ঘদিন ধরে অনভিজ্ঞতার পরিচয়ে মানুষকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেন, অথচ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি!
মুজাহিদ নামের একজন প্রশাসনকে প্রশ্ন করেছেন— “আর কত প্রাণ ঝরবে? প্রশাসনের প্রতি জোর দাবি, দ্রুত তদন্ত করে মতিনুর বেগম মালার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবার এমন ভয়ংকর অভিজ্ঞতার শিকার না হয়!”
এ বিষয়ে জানতে গাজীপুরের সিভিল সার্জন কার্যালয়ে ফোন করা হলে প্ল্যাটফর্ম প্রতিবেদকের পরিচয় জানার পর ফোন কেটে দেয়া হয়!
প্ল্যাটফর্ম/এমইউএএস