মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায়কে কেন্দ্র করে নানা ধরনের কর্মসূচি ও শাটডাউনের মাধ্যমে দেশের আদালতের ওপর এমবিবিএস চিকিৎসকরা অন্যায়ভাবে চাপ প্রয়োগ করছেন বলে অভিযোগ করেছেন মেডিকেল এ্যাসিস্ট্যান্টরা।
মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের মাওলামা আকরাম খাঁ হলে সকল মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ও ম্যাটস শিক্ষার্থীদের আয়োজিত ‘স্বাস্থ্যখাতকে অস্থিতিশীল করার অপচেষ্টা, আদালত অবমাননা, বিচার বিভাগকে প্রভাবিত করার অপতৎপরতার প্রতিবাদ এবং ৪ দফা দাবি’ শীর্ষক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।
তাদের দাবি, আদালতকে প্রভাবিত করার মাধ্যমে রায়কে নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমনটা করা হলে ডিএমএফ ও ম্যাটস শিক্ষার্থীদের নিয়ে কঠোর জবাব দেওয়া হবে বলেও জানিয়েছেন তারা। এমনকি পরবর্তীতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এসময় ডিএমএফ ও ম্যাটস নেতারা বলেন, এমবিবিএস শিক্ষার্থী ও চিকিৎসকদের একটা অংশ ডিপ্লোমা কোর্স নিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমাদের ৪ বছরের কোর্সকে তারা ৬ মাসের কোর্স বলে তুচ্ছতাচ্ছিল্য করছে। এমনকি আগামী ১২ মার্চ উচ্চ আদালতের রায়ের আগেই তারা নানা হুমকি-ধামকি দিচ্ছে। সারাবিশ্বে চিকিৎসা ব্যবস্থাকে সহজ করা হচ্ছে। আর আমাদের এখানে সিন্ডিকেট করা হচ্ছে।
প্ল্যাটফর্ম/এমইউএএস