মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে একটি বৈঠকে ভর্তি পরীক্ষায় পাস নম্বর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল শিক্ষা বিষয়ক পরিচালক অধ্যাপক এবিএম আব্দুল হান্নানের ভাষ্যমতে, ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় পাস নম্বর ২০ থেকে বাড়িয়ে ৪০ করা হয়েছে এবং এ বছর থেকেই তা কার্যকর হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ও ভর্তি পরীক্ষায় পাসের জন্য ন্যূনতম ৪০ নম্বর নির্ধারণের পক্ষে মত দিয়েছে।
ভর্তি ব্যবস্থায় পরীক্ষার্থীরা ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নেয়। অন্যদিকে এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে বাকি ১০০ নম্বর নির্ধারিত হয়।
বৈঠকে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ফি নির্ধারণেও একটি কমিটি গঠন করা হয়।
গত বছরও স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো মেডিকেল/ ডেন্টাল কলেজে ভর্তির ক্ষেত্রে পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর পাওয়ার বাধ্যবাধকতা নির্ধারণের উদ্যোগ নেয়। তবে বেসরকারি মেডিকেল কলেজের মালিকদের চাপে পরে সে সিদ্ধান্ত থেকে পিছু হটে মন্ত্রণালয়।
বর্তমানে সারা দেশে ২৩টি সরকারি এবং ৫৫টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এছাড়াও একটি সরকারি ডেন্টাল কলেজ, নয়টি সরকারি ডেন্টাল ইউনিট ও ১৮টি বেসরকারি ডেন্টাল কলেজসহ মোট ২৮টি ডেন্টাল কলেজ ও ইউনিটে পাঠদান চলছে।
ay year a mbbs exam ar date kobay desa…. madical exam kobay hobay ??
সিফাত, এখনো তারিখ ঘোষনা হয়নি।