বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
মেডিকেল কলেজগুলোতে শিক্ষার গুণগত মান বৃদ্ধির আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনার কনফারেন্স সেন্টারে বাংলাদেশে স্বীকৃতির জন্য বিএমএসি মানদণ্ড, নীতি ও পদ্ধতি, সাইট পরিদর্শন নির্দেশিকা এবং স্ব-মূল্যায়ন প্রতিবেদন (এসএআর) সম্পর্কে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের ওরিয়েন্টেশন সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (বিএমএএসি) এই সভার আয়োজন করে।
উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘আমরা যে পেশাতেই যাই না কেন, সবার আগে আমাদের নিজেকে ভালো মানুষ হতে হবে। চিকিৎসক, শিক্ষক, ইঞ্জিনিয়ার—যে কোনো পেশাতেই ভালো মানুষ হওয়াটা পূর্বশর্ত।’
স্বাস্থ্য খাতে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের শিক্ষাটা মানসম্মত হতে হবে। আমাদের চারপাশটা অন্যরকম হয়ে গেছে। এজন্য দক্ষ, ভালো, মানবিক পেশাজীবি গড়ে তুলতে হবে। তাহলে এই অবস্থা থেকে আমরা দাঁড়িয়ে উঠতে পারব।’
উপস্থিত অধ্যক্ষদের উদ্দেশ্যে নূরজাহান বেগম বলেন, ‘আপনারা মানুষ তৈরি করার কারিগর। যথার্থ মানুষ তৈরি করতে পারলে এই দেশের পরিবর্তন ঘটবে। আমরা আমাদের মেডিকেল কলেজগুলোর শিক্ষার গুণগত মান বৃদ্ধি করে যথার্থ ভালো চিকিৎসক তৈরি করতে পারলে স্বাস্থ্যখাতের মানোন্নয়ন সম্ভব।’
বিএমএএসির চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা সচিব ডা. মো. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা মো. আবু জাফর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। সভায় সরকারি-বেসরকারি মেডিকেলের অধ্যক্ষ ও বিএমএএসির সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে একসভায় মেডিকেলে আসন নয়; শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার বলে জানিয়েছিলেন স্বাস্থ্য উপদেষ্টা।
প্ল্যাটফর্ম/এমইউএএস