মেডিকেলের বিভিন্ন প্রফের বিভিন্ন জটিল বিষয়কে সহজ ও সুন্দরভাবে বুঝানোর জন্যে ইউটিউবে দেশ-বিদেশের বিভিন্ন চ্যানেল রয়েছে।পৃথিবীর নানাপ্রান্তের মেডিকেল শিক্ষক-স্টুডেন্টরা প্রতিনিয়ত বেসিক নলেজসহ অন্যান্য নানান রকম কঠিন টপিকের উপর লেকচার অন্যান্যদের কাছে পৌঁছে দিচ্ছেন নিজস্ব চ্যানেলের মাধ্যমে।এরকম বেশ কয়টি জনপ্রিয় ইউটিউব চ্যানেলের লিস্ট করে রাখার চেষ্টা করা হলো।
বাংলাদেশী( বাংলা ভাষা ভিত্তিক) চ্যানেল :
বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টদের জন্যে সবচেয়ে সুন্দর ও পরীক্ষাবান্ধব লেকচার পেতে চাইলে এই চ্যানেলটির কোন বিকল্প নেই।পটুয়াখালী মেডিকেল কলেজের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক ডাঃ চন্দনা সরকার ম্যামের অসাধারণ সব লেকচার পাবেন এখানে।ম্যাম নিয়মিত এনাটিমির বিভিন্ন টপিকে লেকচার আপলোড করে যাচ্ছেন।আগ্রহীরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।ছাত্র-ছাত্রীদেরকে এভাবে শিখার এবং জানার সুযোগ করে দেয়ার জন্যে ম্যামকে অসংখ্য ধন্যবাদ।
বাংলায় বেসিক এনাটমি,ফিজিওলজিসহ অন্যান্য বিষয়ে সবচেয়ে সুন্দর আর গুছানোভাবে ডেমো ভিডিও রয়েছে এই চ্যানেলটিতে।
ফার্মাকোলজির উপর ডা: মাহমুদুল হক জেসি ভাইয়ের বেশ কিছু লেকচার ভিডিও রয়েছে উনার এই চ্যানেলটিতে।আগ্রহীদের কাজে লাগতে পারে।
ইংরেজি ভাষার চ্যানেল:
ডা: নাজিব স্যারের ইউটিউব চ্যানেল। USMLE, PLAB, MRCP ইত্যাদি সব ধরনের বড় বড় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে সবচাইতে বিখ্যাত চ্যানেল। Clinical Medicine থেকে শুরু করে Anatomy, Physiology, Pathology , Pharmacology, Microbiology আছে ডা: নাজীব এর লেকচার।
তবে তার সব লেকচার ইউটিউবে পাওয়া যায়না।উনার নিজস্ব ওয়েবসাইটে পেইড সাবস্ক্রাইবার হলে সব নতুন পুরাতন লেকচার পাওয়া যায়।এছাড়া টরেন্ট থেকেও ৮৯ জিবির লেকচার ডাউনলোড করতে পারেন চাইলে।
– এই চ্যানেলটিতে এনাটমির হার্ড পার্ট বোন্সের উপর খুব সুন্দরভাবে ডেমো দেয়া আছে।যেকেউ চাইলে যেকোন বোন্স পড়ার আগে বা পরে এখানকার ভিডিওগুলো একবার দেখে নিলে বোন্স বিষয়ক কনফিউশন দূর হয়ে যাবে আশা করি।পার্ট অনুযায়ী প্লেলিস্ট করা আছে চ্যানেলটিতে।
এনাটমিকে হাস্যরস আর সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে অন্য কেউ বোধহয় এভাবে বুঝানোর চেষ্টা করেন নি আগে।যে কারোরই ‘দ্য নোটেড এনাটমিস্ট’ চ্যানেলটি প্রিয় হয়ে যেতে বাধ্য।
Osmosis – আরেকটি ইনফরমেটিভ মেডিকেল স্টাডিজ চ্যানেল।অসাধারণ এনিমেশনের মাধ্যমে মেডিকেলে অসংখ্য টপিক ব্যাখ্যা করা হয়েছে।ইউটিউব চ্যানেলের বাইরেও পেইড ওয়েবসাইটে অসমোসিসের বানানো বিস্তারিত লেকচার পাওয়া যাবে।
এই চ্যানেলটিও এনাটমির জন্যে বেশ সহায়ক।
নিউরোএনাটমি,হিস্টোলজি,এমব্রায়োলজিসহ আরো অনেক টপিকের উপর লেকচার আপলোড করা আছে এই চ্যানেলটিতে।
এনিমেশনের মাধ্যমে সুন্দরভাবে বোন্স,ভিসেরার উপর গ্রস ডেমো দেয়া আছে এখানে।
(Doctor Matt and Mike’s Medical Youtube)
নিনজা নার্ড সায়েন্স।ইমিউনোলজি,এন্ডোক্রাইনোলজি,হেমাটোলজিসহ নানান বিষয়ে লেকচার। প্লেলিস্ট করা আছে সাবজেক্ট ওয়াইজ।
ডাক্তার ক্যাম্পবেল এখানে বিভিন্ন টিপিকের উপর লেকচার দিয়েছেন।প্লেলিস্টে সাজানো আছে টপিক ওয়াইজ সব লেকচার ভিডিও।
প্রায় সব কিছুর উপর লেকচার আছে চ্যানেলটিতে
ফার্মাকোলজি রিলেটেড চ্যানেল।
এটাও এনাটমি রিলেটেড।দরকারি বোন্স আর ভিসেরার বিস্তারিত ব্যাখ্যাসমেত ডেমো পাওয়া যাবে।
এনাটমির জন্যে আরেকটি বিশ্বস্ত ও জনপ্রিয় চ্যানেল।
বিভিন্ন টপিকে স্বল্প সময়ের সুন্দর লেকচার পাবেন এই চ্যানেলটতে।খুবই সহজ উপস্থাপনায় অনেক বিষয় বুঝানোর চেষ্টা করেছেন।
কোষ এবং বায়োকেমেস্ট্রি রিলেটেড
ইন্ডিয়ান শিক্ষক ডাক্তার ভানু প্রকাশ তার নিজস্ব চ্যানেলে বিভিন্ন বিষয়ে সহজবোধ্যভাবে লেকচার দিয়েছেন।নিয়মিত আপলোড করে যাচ্ছেন নতুন সব লেকচার।
খান একাডেমির নাম তো শুনেছি আমারা সবাই। এখানে খান একাডেমির মেডিসিন বিষয়ক লেকচার পাওয়া যাবে।
খুব বেশি ভিডিও না থাকলেও বেশ ভালো কিছু টপিক নিয়ে আলোচনা করা হয়েছে এখানে
বোন্স রিলেটেড
রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তার রবিউল হক তার এই চ্যানেলে প্যাথোলজির বিভিন্ন বিষয় সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন।
***
আপনাদের জানা আর কোন মেডিকেল রিলেটেড পড়াশোনার চ্যানেল থাকলে সেগুলো দয়া করে কমেন্ট করে জানিয়ে দিবেন।এড করে নিবো।
লিখেছেন:
হাসনাত বিন যুবায়ের
ফরিদপুর মেডিকেল কলেজ
Square DOC
https://www.youtube.com/channel/UCLMqRlC_Ch_sm_044c1ZmmA
সম্পূর্ণ বাংলায় দেয়া লেকচার… Anatomy physiology biochemistry forensic medicine এর লেকচার দেয়া আছে… টোটাল ৩৩+ ভিডিও আছে… ম্যাক্সিমাম এনাটমি বোনসের ভিডিও! সব বাংলায়…
Good initiative