প্ল্যাটফর্ম নিউজ, ২৫ জুলাই, ২০২০, শনিবার
“দেশের বায়ু, দেশের মাটি
গাছ লাগিয়ে করবো খাঁটি”
এ স্লোগানকে সামনে রেখে সামাজিক দূরত্ব মেনে গাজীপুরের কাপাসিয়ায় বসবাসরত মেডিকেল শিক্ষার্থীদের উদ্যোগে আজ ২৫ জুলাই উপজেলার বিভিন্ন স্থানে ফলজ, বনজ, ঔষধিসহ অর্ধশতাধিক বৃক্ষ রোপণ করা হয়।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব আবদুর রহিম, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফাইজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব আবদুর রহিম বলেন,
“গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। ভবিষ্যত চিকিৎসকদের এমন মহৎ সামাজিক কর্মকাণ্ড সমাজের সকলকে বৃক্ষ রোপণে অনুপ্রাণিত করবে।”
প্রসঙ্গত উল্লেখ্য যে, সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় কাপাসিয়া উপজেলায় শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে উপজেলায় বসবাসরত দেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।