মেডিকেল শিক্ষার্থী বিউটির আত্মহত্যা এবং গণমাধ্যমের মিথ্যাচার

আরমনি সুলতানা বিউটি।খুলনা মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী।বাসা আন্দরকিল্লা,চট্টগ্রাম।খুবই নম্র,ভদ্র আর মেধাবী বিউটি কিছুটা শিশুসুলভ আচরণের কারণে সবার কাছে খুব প্রিয় ছিল।দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত। কিন্তু mental depression এর কারণে মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে যেতো। Friend circle এর ছোট ছোট সমস্যাগুলো সহজভাবে নিতে পারতো না।মেধাবী বিউটি কখনো কোন পরীক্ষাতে ফেল করেনি।কিন্তু পরীক্ষা আসলে অনেক বেশি depressed and weak হয়ে যেতো। Depression এর কারণে ভাল প্রস্তুতি থাকা সত্ত্বেও exam দিতে পারত না।এ ব্যাপারে সম্মানিত শিক্ষক মহোদয়গণ ও অবহিত। Psychologically imbalanced থাকার কারণে ছোটখাটো ব্যাপারে বেশি ইমোশনাল হয়ে পড়তো।depression টা ওর ভিতরে এত বেশি কাজ করত যে কোথাও কয়েকটা বন্ধু কোন কথা বললে ও ভাবত ওকে নিয়ে সমালোচনা করা হচ্ছে। ক্লাসে মাঝে মাঝে syncopal attack হতো ওর।নিজে যেটা ভাল মনে করত সেটাকে বেশি প্রাধান্য দিত,সেটা যদি বিপজ্জনক ও হতো। অনেকটা mood disorder এর মত behavior করতো।এই ভাল তো এই ডিপ্রেসড। বিউটি নিজে নিজে antidepressant খেতো এবং ইতোপূর্বে তার previous history of suicidal attempt ছিল।

গত ১৪ অক্টোবর ওয়ার্ডে( মেডিসিন ব্লক পোস্টিং) যায়নি বিউটি। বেলা ১২ টার সময় ওর রুমমেট ক্লাস থেকে ফিরে এসে দেখে রুমের দরজা ভিতর থেকে আটকানো।সম্পর্ক ভাল না থাকার কারণে সে অন্য একজন সহপাঠীকে ফোন দিয়ে বলে যে সে যেন বিউটিকে বলে দরজা খুলতে। কিন্তু ঐ মেয়েটি ক্লাসে থাকায় সে তা ভুলে যায়।এরপর বেলা ১টার দিকে সবাই যখন হোস্টেলে ফিরে আসে তখনও দেখা যায় রুম ভিতর থেকে বন্ধ।নাম ধরে ডাকাডাকির পরও কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিলনা।ফলে প্রথমে জানালা ভাঙা হয় এবং ভিতরে বিউটিকে ঝুলন্ত অবস্হায় দেখা যায়।এরপর তাৎক্ষণিকভাবে দরজা ভেঙে বিউটিকে খুমেক হাসপাতালের ICU তে ভর্তি করানো হয়।তখন তার pulse and respiration কিছুই detectable ছিলনা। সর্বপ্রকার প্রচেষ্টা ব্যর্থ হবার কিছুক্ষণ বাদেই ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন।উল্লেখ্য যে,বিউটিকে উদ্ধার করার শুরু থেকেই পুলিশের উপস্থিতি ছিল।এরপর বিউটির ফ্যামিলিকে মুঠোফোনের মাধ্যমে জানান প্রথমে শিক্ষার্থীরা ও পরে কলেজের অধ্যক্ষ মহোদয়।এরপর পুলিশ লাশ নিয়ে হাসপাতালের লাশ ঘরে রাখে।রাত ৮টার দিকে বিউটির আপন দুই বড় ভাই আসেন এবং তাদের বোনের লাশ হস্তান্তরের জন্য অনুরোধ করেন।

Unnatural death হওয়ার কারণে পুলিশ লাশের autopsy করতে চাইলে তার ভাইয়েরা বলেন যে তারা বর্তমানে কিংবা ভবিষ্যতে কারো বিরুদ্ধে অভিযোগ না করার জন্য লিখিত দিবেন কারণ তিনি এটাকে সুইসাইড হিসেবেই নিয়েছিলেন এবং লাশটি চট্টগ্রাম নেবার পথে যাতে decomposed না হয়। তিনি এটাও বলেন যে যদি আইনী প্রক্রিয়ায় যেতে হয় তবে তাদের বোনকে জীবিত ফেরত দিতে হবে। পরে কলেজের সকল শিক্ষক এবং ছাত্রছাত্রীগণ autopsy না করার ব্যাপারে ঐক্যমতে পৌছান।তখন সোনাডাঙা থানার ওসি বলেন যে autopsy না করতে চাইলে ডিসি সাহেবের অনুমতি প্রয়োজন।রাত ১২ টার দিকে অনুমতি পাওয়া গেলেও ঠিক আধা ঘন্টা পরে তা আবার নাকচ করা হয়।

ইতোমধ্যে বিভিন্ন অনলাইন নিউজ পত্রিকা যেমন দৈনিক মানব জমিন,আমার দেশ,প্রবাহ এবং বিডি নিউজ প্রকৃত ঘটনা না জেনে বা কোন প্রকার অবহিত না হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হাসপাতালের একজন নিরপরাধ শিক্ষক(রেজিস্ট্রারকে) ও একজন ইন্টার্ন চিকিৎসককে জড়িয়ে মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন,অশ্লীল এবং কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ করতে শুরু করে। বিউটির সাথে কোন শিক্ষক(রেজিস্ট্রারের) বা ইন্টার্নের প্রেম বা এইধরনের কোন সম্পর্ক ছিল না।কিন্তু একটি কুচক্রীমহলের মদদে অনলাইন পত্রিকাগুলো তার নামে এবং উক্ত রেজিস্ট্রারকে অপবাদ দিয়ে বিভিন্ন মিথ্যা এবং বানোয়াট খবর প্রচার করছে যার বিন্দুমাত্র ভিত্তি নেই। এ ব্যাপারে সকল শিক্ষার্থী,শিক্ষক ও ডাক্তারগণ এবং হসপিটাল স্টাফ একমত। কোন প্রকার বিচার বিবেচনা এবং সামান্যতম প্রমাণ ছাড়াই দৈনিক মানব জমিন,দৈনিক প্রবাহ,দৈনিক আমার দেশ এবং বিডি নিউজ যে মিথ্যা সংবাদ প্রকাশ করছে তার কয়েকটি প্রমাণ নিচের লিংকগুলোতে:
http://www.jagonews24.com/country/news/57707/%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%98%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%89%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE
http://www.amardeshonline.com/pages/details/2015/10/15/306410#.ViHzp34rLDd
http://www.mzamin.com/details.php?mzamin=OTY4NTQ%3D&s=Mw%3D%3D

রিপোর্টারদের কাছে এসব সংবাদের ভিত্তি বা প্রমাণ চাওয়া হলে তারা তা avoid করছেন এবং যোগাযোগ বন্ধ করছেন। কতিপয় ফেজবুক পেজ এবং আইডি সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য এবং ডাক্তারদের মানক্ষুন্ন করতে একই কাজ করে যাচ্ছে কোন প্রকার যুক্তি,সাক্ষ্য বা প্রমাণ ব্যতিরেকেই। উল্লেখ্য যে,উল্লেখিত শিক্ষক ও রেজিস্ট্রারের বিরুদ্ধে ইতোপূর্বে এ ধরনের কোন অভিযোগ ছিলনা বা নাই প্রকৃতপক্ষে। তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তার কোন ভিত্তি নাই।বরং সকল শিক্ষার্থী ও ডাক্তারদের কাছে প্রিয় একটি মুখ তিনি। উক্ত শিক্ষকও ডাক্তারকে নির্দোষ প্রমাণ করতে এবং এই মানহানির উপযুক্ত বিচারের জন্য যেকোন আইনী প্রক্রিয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং সকল শিক্ষার্থীবৃন্দ তার পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ।

এক্ষেত্রে উল্লেখ্য যে, যে শিক্ষককে জড়িয়ে এ ধরনের মিথ্যাচার করা হচ্ছে, এক বছর আগে একজন HCR এর রোগীর চিকিৎসা দেয়াকে কেন্দ্র করে  ইন্টার্ন চিকিৎসক এবং গণমাধ্যমকর্মীদের যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে উক্ত শিক্ষক চিকিৎসকদের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রেখেছিলেন। সাধারণ ছাত্রছাত্রীরা মনে করছে সে সময়ে তাঁদের শিক্ষকের সক্রিয় ভূমিকার বদলা নিতেই গণমাধ্যমের কতিপয় ব্যক্তি এরকম নোংরা একটা কাজ করেছে। সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদে ঘটনার পরের দিন কোন গণমাধ্যমকর্মীকে ক্যাম্পাসে ঢুকতে দেয়নি। শুধুমাত্র গণমাধ্যমের অসাধু উদ্দেশ্যের কারণে তাঁদের প্রিয় সহপাঠীর আত্মহত্যার শোকের সাথে সাথে তাঁর পরিবার, সহপাঠী, শিক্ষক, কর্তৃপক্ষের অনিচ্ছা থাকার পরেও বাধ্য হয়ে বিউটির পোস্ট মর্টেম করতে হয়। মরে গেলেও তাঁর চারিত্রিক শুদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা হয়, পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করা হয়,একই ক্যাম্পাসের একজন ইন্টার্ন চিকিৎসক, একজন শিক্ষককে জড়িয়ে চরম অবমাননাকর অভিযোগ করা হয়। শোকের পাশাপাশি একারণে খুলনা মেডিকেল কলেজের সর্বস্তরের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক, শিক্ষক সকলের মনে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

বিউটির সকল ব্যাচমেটের পক্ষ থেকে
মোঃ শহীদ হাসান, খুলনা মেডিকেল কলেজ। 17_14

ডক্টরস ডেস্ক

54 thoughts on “মেডিকেল শিক্ষার্থী বিউটির আত্মহত্যা এবং গণমাধ্যমের মিথ্যাচার

    1. সত্য খুজলে আপনার আতে ঘা লাগে কেন? সত্যি টাকে ভয় লাগে?

      যেখানে একটা পোস্ট দিয়ে জানানো হচ্ছে যে নিউজটা মিথ্যা। সেখানে আরেকটা নিউজ এর সত্যতা জানতে চাওয়াতে এত ঘা লাগার কোন কারন বুঝলাম না।

    2. সত্যি টাকে ভয় লাগে না.. মিথ্যা অনেক সময় সত্যিকে ছাপিয়ে যায়.. কিছু নোংরা মানুষের সহায়তায়, সেটাকে ভয় লাগে..

    3. Mr abhy waliur weird something, man u are not getting into point. lets say, i have told you 2+2 is 4 and the previous day Manobjamin or some weird news paper published 2+2 is 8.. Let me make things more clearer and contextual as u are asking if manob jamin or other online news portals who features news about who farts loudly,is true?Brother no offence but dont you think u can use some iodine which is proved to help with common sense. Buy mollah salt, tell your mom or wife whoever coocks to use it everyday and hopefully you wont ask is it true,is it false?Asking which oke is true and digging for it and attacking girls without having any idea about it;yeah brother it is STUPID.

  1. কারন খবর যখন মসলাদার হয় তখনি মানুষ বেশি খায়, না হয় কি করে এসব বেজন্মা সাংবাদিক টিকে থাকে।

  2. okk..but akta manus to sohoje suicide kore na..bolsina jar naam eseche se dosi..tarporo sustho todonto haoa uchit..mitthachar bole chere dile hobe na..todonte nirdos hole welcome

    1. ভাই,আপনার কি মনে হয় না বিউটি এর জন্য তার ক্লাসমেট, বান্ধবি,বড় বোন ভাই,জুনিওর কেউই যথেস্ট পরিমান সহমর্মিতা ধারন করে না? আমাদের-ই তো ক্যাম্পাস,আমাদেরি একজন; কোনো শিক্ষক যদি এতে জড়িত থাক্তো তবে কি আমরা এভাবেই ছেড়ে দিবো? যদি কেউ আমাদের একজন কে কলুষিত করে থাকে তবে ওই অনলাইন পত্রিকার সস্তা সাংবাদিক। আশা করি বুঝতে পারবেন,বিবেক বলে একটা জিনিষ আপনার আছে বলেই আমার ধারনা।

  3. খুব খারাপ লাগছে।একটা মানুষ বিষন্নতার চরম সীমায় পৌছালে আত্মহত্যা করে।কেন আত্নহত্যা মানেই পরকীয়া/ছ্যাঁক খাওয়া/ধোঁকা খাওয়া হতে হবে??!!প্রেম ভালোবাসার মশলা ছাড়া কোন আত্নহত্যার নিউজ জমে না বুঝি?!!!
    Beauty,i dont believe in heaven or hell….i hope you are free now…finally….

    1. তার আগে আপনা‌কে রিমা‌ন্ডে নেয়া দরকার। বারবার বলা হ‌চ্ছে news টা সম্পূর্ণ মিথ্যা, ডাহা মিথ্যা, বুঝ‌তে পা‌ছেন না??????

    2. প্রোফাইলে লেখা সলিমুল্লাহ মেডিকেল থেকে পাস করেছেন! ওখানে জানতাম শুধু মানুষরাই পড়ে। @ মোবাসসিরুল ফেরদৌস

  4. There is word in writing ” sondeho korto” ” class mate der eriye cholto”.

    My question is whether Beauty had been suffering from Schizophrenia where suspiciousness and withdrawn are features. They have autistic behavior. In schizophrenia 10-15% patients commit suicide. Due to stress diathesis Schizophrenia develops in students where they are under tremendous study load like Medical college and Engineering Varsity.
    Why the girl took antidepressant at her own ?
    Let the media Shout at their own way.

    It is very unfortunate. We should be more careful about any unnatural death. If anyone develops any unusual behavior let it be discuss with the authority for betterment of that individual. Let it be share with the psychiatrist as in every medical college there are more than one psychiatrist.
    Let the pain and sufferings share with other friends, family members.
    Please mind our every action is for a better life , studying medical science is also for having a nice healthy peaceful life. If life becomes stressful no use of these ” stethoscope” or ” Hammer”.

    Go anywhere where peace is prevailing.

  5. ashole bortomane amader desher online news abong onanno online page or webside gula jonopriotar jonno jekono dhoroner negative montobbo korte abong jekono kotha likhte didhabod kore na ..Online world a ai ashadhu portopotrika gula o page gula Pura Banglali jatike choto korsay .. aj ai page gula anekta public tylet er moto hoye gesay …..

    1. medical er brilliant meye deeprrest hoe suicide korce na!! ki oshadharon jukti! teacher, medical system tar khoj nen age! koyekta doctor ke jail e voren! ami nijeo 2 bar suicide attempt korci tai bollam.

  6. PROTHOM ALO 10 NOV 2015.
    Ihave seen a news that, before publishing on line news paper you have to take permission. I was not satisfied with the news. But news regarding “Beauty”the role of on line media is a foul play, Now I suppport the Goverment action. On line paper is responsible for the rule coz they want to success in a short cut way. But u hv to hv follow PROTHOM ALO. Coz they usually not patronize these sort of perversion.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

M.S Residency in Dentistry

Sun Oct 18 , 2015
ডেন্টাল এর এম এস রেসিডেন্সি তে , বিষয় নির্বাচন আর  কিছু দরকারি পরামর্শ। # প্রথমে এক নজর দেখে নেয়া যাক বিষয় ও কয়টি সীট বরাদ্দ আছে — ১. ওরাল ও মাক্সিলো ফেসিয়াল সার্জারি ইনস্টিটিউটঃ ক)বিএসএমএমইউ (সীটঃ সরকারি ৩+ বিএসএমএমইউ ১+ বেসরকারী ৩= ৭ টি) খ) ডি ডি সি (সীটঃসরকারি ৩+বেসরকারী ২=৫) […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo