বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা।
আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের) এমপিপিই পণ্যের সুযোগ ও সম্ভাবনা’ বিষয়ক কর্মশালায় বক্তারা এ কথা বলেন।
মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) রাজধানীর রূপায়ণ ট্রেড সেন্টারের গ্রিন লাউঞ্জে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ‘এক্সপোর্ট কমপেটিটিভনেস ফর জবস ’ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক শেখ মোহাম্মদ আব্দুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও প্রকল্প পরিচালক মো. আবদুর রহিম খান। কর্মশালায় অন্যদের মধ্যে কনসালটেন্সি প্রতিষ্ঠান সেমস-গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন. ইসলাম ও সংশ্লিস্ট কর্মকর্তা এবং ব্যবসায়ীক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্ল্যাটফর্ম/